খুলনার দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্টু গাছি (৩৮) নামে এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চন্দনিহল গ্রামের কাটাবন মালোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‍“আধিপত্য ও চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে।”

আরো পড়ুন:

সাঙ্গু নদীতে চলছে অবাধে বালু উত্তোলন

লিবিয়ায় দালালদের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

ওসি এইচ এম শাহীন জানান, আজ সকাল ৭টার দিকে মন্টু গাছি চন্দনীমহল কাটাবন এলাকার জনৈক নারদের চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর ওই দোকানে প্রবেশ করেন সরফরাজ হোসেন। এ সময় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সরফরাজের নেতৃত্বে নুরুদ্দিন ও বাবরসহ ৭-৮ জন মন্টুর ওপর হামলা চালান। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তার দুই চোখ তুলে ফেলেন। 

পরে স্থানীয় লোকজন মন্টু গাছিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সরফরাজের টানা চার বাউন্সার, আম্পায়ার নিশ্চুপ, প্রতিবাদে ম্যাচ ছেড়ে দিলেন ভারত অধিনায়ক

১৪ বলে ২৩ রান দরকার, হাতে ৮ উইকেট। ওপেনারদের একজন ৭৮ রানে অপরাজিত। এই ম্যাচে কোন দল জিততে পারে—এ নিয়ে কেউ বাজি ধরতে রাজি হবে বলে মনে হয় না। এখান থেকে ব্যাটিং টিম খেলা ছেড়ে দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো?
অথচ ঘটনা তা–ই।

সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে অবশ্য সবার আগে আলোচনা করা উচিত। খেলা ছেড়ে দেওয়া মানে কী? যে ম্যাচটার কথা বলছি, সেটি ছিল ওয়ানডে। টেস্ট ক্রিকেটে ইনিংস ডিক্লেয়ার করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটে তো বটেই। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তো সেই নিয়মই নেই। এটা তো বক্সিং ম্যাচও নয় যে প্রতিদ্বন্দ্বীদের কারও অবস্থা খারাপ দেখে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে দেবেন রেফারি। পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পরও তাই অলআউট বা ওভার শেষ হয়ে যাওয়া পর্যন্ত খেলা চলে। তাহলে?
এই ‘তাহলে’–এর উত্তর দিতেই এই লেখা।

আরও পড়ুনটি–টোয়েন্টির রেকর্ড নিয়ে কথা বলতে ভয়২৯ অক্টোবর ২০২৫

১৯৭৮ সালে শাহিওয়ালে ভারত–পাকিস্তান ওয়ানডেটা ব্যতিক্রমী হয়ে থাকার কারণও লুকিয়ে এতে। ওয়ানডে ইতিহাসে এটাই একমাত্র ম্যাচ, যাতে এক দল খেলা ছেড়ে দিয়ে প্রতিপক্ষকে জয় উপহার দিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে, সিদ্ধান্তটা ছিল ভারতীয় অধিনায়ক বিষেণ সিং বেদির, যা ছিল আসলে একটা প্রতিবাদ।

অধিনায়ক হিসেবে বিষেণ সিং বেদি ছিলেন আপসহীন মনোভাবের

সম্পর্কিত নিবন্ধ

  • সরফরাজের টানা চার বাউন্সার, আম্পায়ার নিশ্চুপ, প্রতিবাদে ম্যাচ ছেড়ে দিলেন ভারত অধিনায়ক