সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
Published: 23rd, January 2025 GMT
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ অলিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক, রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রমজান ভুঁইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সাইফুল ইসলাম, সোনারগাঁ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক আহম্মেদ, আতিক হোসেন লেলিন, সদস্য এজাজ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাহাবদ্দিন, মিলন, ইউসুফ, মামুন প্রমূখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
ছুটিতে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় সেনাসদস্য নিহত
কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিফাত খন্দকার (২২)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও সাভার ক্যান্টনমেন্টে সিপাহি পদে ছিলেন। শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তিন দিনের ছুটি নিয়ে গতকাল রাতে বাড়ির উদ্দেশে রওনা হন রিফাত। পথে ছোনকা এলাকার একটি হাইওয়ে রেস্তোরাঁর পাশে নামেন তিনি। এরপর ঢাকা থেকে বগুড়াগামী লেন পার হয়ে বগুড়া থেকে ঢাকাগামী লেনে ওঠার চেষ্টা করেন। ওই সময় একটি গাড়ি তাঁকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতপরিচয় গাড়িটির খোঁজ চলছে।