সেন্টমার্টিনে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক চান ব্যবসায়ীরা
Published: 24th, January 2025 GMT
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের যাতায়াত ও রাত্রিযাপন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট’-এর ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, নভেম্বরে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। ডিসেম্বর যেতে পারলেও ট্রাভেল পাস নিয়ে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন অনেকেই। আগামী মার্চে রমজান শুরু হবে। ফেব্রুয়ারি ভ্রমণের শেষ সুযোগ। এই সময় পর্যটক যাওয়া বন্ধ থাকলে বড় ক্ষতির মুখে পড়বেন দ্বীপবাসী।
সংগঠনের চেয়ারম্যান দাবি করে এ সময় পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন টোয়াবের সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি বলেন, সেন্টমার্টিনের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি জড়িত। সেখানে সব সময় জাহাজ চলাচল করলে দেশের নিরাপত্তা বাড়বে। পর্যটক না গেলে ভূখণ্ড নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
দ্বীপ রক্ষায় সোলার বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি মন্তব্য করে তিনি বলেন, ভূগর্ভস্থের পানি যাতে ব্যবহার করতে না হয়, সেজন্য সাগরের পানি পরিশোধনের মাধ্যমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্লাস্টিক বর্জ্য অপসারণে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে।
জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ২০২০ সালে সেন্টমার্টিন নিয়ে আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, পদক্ষেপ না নিলে ২০৪৫ সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবালশূন্য হতে পারে। মুমূর্ষু এই দ্বীপ বাঁচাতে গত আওয়ামী লীগ সরকার তিন বছরের জন্য পর্যটক বন্ধের সিদ্ধান্ত নিলেও কার্যকর করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এসে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করে। দ্বীপ পরিষ্কার-পরিচ্ছন্নে ফেব্রুয়ারিতে পর্যটক যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন টম র ট ন ব যবস
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই