বিএনপির মতো জাতীয় পার্টিও (জাপা) বলছে, নির্বাচিত সংসদে হবে সংস্কার। শনিবার দলের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম সভা থেকে এ অভিমত আসে। এতে সভাপতির বক্তব্যে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়।

অন্তর্ভুক্তিমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারবে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা একপেশে ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত সংসদে আলোচনার মাধ্যমে সংস্কারের কাজ করতে চাই। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গত চার নির্বাচনে সমঝোতা করে অংশ নিয়ে  স্বৈচারের দোসর তকমা পেয়েছে জাপা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেও, আওয়ামী লীগ আমলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় থাকায় অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জাপার বিরোধী। দলটিকে সংলাপ আলোচনায় ডাকা বন্ধ করার পর থেকে জি এম কাদের সরকারের সমালোচক হয়ে উঠেছেন।
 
জাপা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জি এম কাদের বলেন, বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে। সরকারের সহায়তায় কয়েকটি দল মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে। বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জাপাও মাঠে থাকবে, মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে পিছপা হবে না। শত নির্যাতনেও চুপ থাকবে না। মানুষ অতিষ্ঠ, জান-মালের ও ইজ্জতের নিরাপত্তা নেই।

সভায় আরও বক্তব্য রাখেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতারা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এম ক দ র সরক র

এছাড়াও পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে বিরুদ্ধে বেইজিং কোনো পদক্ষেপ নেবে না, কারণ ‘তারা এর পরিণতি কী হতে পারে তা জানে’। খবর আনাদোলুর।

রবিবার সিবিএস ৬০ মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা খোলাখুলিভাবে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।” 

আরো পড়ুন:

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, “এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”

ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। তাইওয়ান প্রসঙ্গটি বাদ পড়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন।

ট্রাম্প বলেন, “বৈঠকে তিনি (শি জিনপিং) এটি উত্থাপন করেননি, কারণ তিনি এটি বোঝেন ও খুব ভালোভাবে বোঝেন।”

তবে, জিনপিং কী বোঝেন তা ব্যাখ্যা করার জন্য চাপ দেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।”

তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ