সংস্কার হতে হবে নির্বাচিত পার্লামেন্টে: জি এম কাদের
Published: 25th, January 2025 GMT
বিএনপির মতো জাতীয় পার্টিও (জাপা) বলছে, নির্বাচিত সংসদে হবে সংস্কার। শনিবার দলের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম সভা থেকে এ অভিমত আসে। এতে সভাপতির বক্তব্যে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়।
অন্তর্ভুক্তিমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারবে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা একপেশে ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত সংসদে আলোচনার মাধ্যমে সংস্কারের কাজ করতে চাই।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গত চার নির্বাচনে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈচারের দোসর তকমা পেয়েছে জাপা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেও, আওয়ামী লীগ আমলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় থাকায় অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জাপার বিরোধী। দলটিকে সংলাপ আলোচনায় ডাকা বন্ধ করার পর থেকে জি এম কাদের সরকারের সমালোচক হয়ে উঠেছেন।
জাপা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জি এম কাদের বলেন, বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে। সরকারের সহায়তায় কয়েকটি দল মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে। বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জাপাও মাঠে থাকবে, মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে পিছপা হবে না। শত নির্যাতনেও চুপ থাকবে না। মানুষ অতিষ্ঠ, জান-মালের ও ইজ্জতের নিরাপত্তা নেই।
সভায় আরও বক্তব্য রাখেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতারা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন