গোপালগঞ্জে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামে ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের মৃত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিব আহম্মেদ বলেন, “কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ দেয় গ্রামবাসী। আজ দুপুরে এব যুবককে মারধর করে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে খবর আসে। কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ডোমরাশুর গ্রামের পোদ্দারবাড়ির পশ্চিম পাশের মোবাইল টাওয়ারের নিচে যায়। এসম এক যুবককে মারধর করতে দেখা যায়। পরে ধাওয়া করে পাঁচ জনকে আটক করতে পারলেও দলটির আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্যকে গণপিটুনি 

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “ডোমরাশুর গ্রামে এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দুর্গাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এসময় তারা ধাওয়া করে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করেন। অভিযুক্তদের গণপিটুনি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করে।

তিনি আরো বলেন, “আটকতৃকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা কয়েকটি অপহরণের সঙ্গে জড়িতে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আটক অপহরণ গণপ ট ন ম রধর য বকক সদস য

এছাড়াও পড়ুন:

পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।

উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।

পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার