ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ‘ঘাড়ধাক্কা’
Published: 26th, January 2025 GMT
ঝালকাঠির রাজাপুরে ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল গাজী।
ডহরশঙ্কর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে রবিউল গাজী জানান, তার ছোট ভাই সিয়াম সৌদি আরব যাবেন। এ কারণে ভোটার আইডি কার্ড করতে অনলাইনে ফরম পূরণের পর কাগজপত্রসহ নির্বাচন অফিসে যান। এ সময় দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও তার সহকারী বিপ্লব কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা ২ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বেয়াদব বলে গালাগাল করেন। এক পর্যায়ে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।
অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তার দাবি, রবিউল নামে একজন ভোটার হতে আসেন। তাকে বলা হয়, ভোটার হতে যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ঝালকাঠি সদর ও নলছিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অফিসে কাজ করার সুযোগ নেই। এভাবে বুঝিয়ে বলার পরেও তিনি টাকা দিলে সব হয় বলতে থাকেন। এর পর দেখে নেবেন বলে উচ্চ স্বরে কথা বললে কর্মচারীরা তাকে অফিস থেকে বের করে দেয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লঞ্চ মালিক এম এ বারী খান মারা গেছেন
ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক এম এ বারী খান (৮২) মারা গেছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এম এ বারী খানের বড় ছেলে বেনজির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।’’
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর চাঁদপুরের বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে এম এ বারী খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা/অমরেশ/রাজীব