ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ‘ঘাড়ধাক্কা’
Published: 26th, January 2025 GMT
ঝালকাঠির রাজাপুরে ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল গাজী।
ডহরশঙ্কর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে রবিউল গাজী জানান, তার ছোট ভাই সিয়াম সৌদি আরব যাবেন। এ কারণে ভোটার আইডি কার্ড করতে অনলাইনে ফরম পূরণের পর কাগজপত্রসহ নির্বাচন অফিসে যান। এ সময় দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও তার সহকারী বিপ্লব কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা ২ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বেয়াদব বলে গালাগাল করেন। এক পর্যায়ে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।
অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তার দাবি, রবিউল নামে একজন ভোটার হতে আসেন। তাকে বলা হয়, ভোটার হতে যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ঝালকাঠি সদর ও নলছিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অফিসে কাজ করার সুযোগ নেই। এভাবে বুঝিয়ে বলার পরেও তিনি টাকা দিলে সব হয় বলতে থাকেন। এর পর দেখে নেবেন বলে উচ্চ স্বরে কথা বললে কর্মচারীরা তাকে অফিস থেকে বের করে দেয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ২২ মে’তে। বিভিন্ন কারণে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্সের সংশোধিত সূচি.pdfডাউনলোডআরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি১০ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের করণীয় সম্পর্কেও জানিয়েছে পিএসসি। এগুলোর মধ্য অন্যতম—
শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে, উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির ০১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে : ক. পরীক্ষার প্রবেশপত্র ২ (দুই) কপি; খ. BPSC Form 5A (Applicant's Copy) ০২ (দুই) কপি; গ. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি প্রভৃতি।
মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি দেখুন এখানে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১ ঘণ্টা আগে