দায়িত্ব পালনে অক্ষমতার অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। 

গত ২৪ জানুয়ারি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগর ও প্রথম যুগ্ম আহ্বায়ক শামসুল আলমকে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৭ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু, ৫ বছর ৩ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও অর্পিত দায়িত্ব পালনে এ কমিটি কোনো সক্ষমতা দেখাতে পারেনি। উপজেলার পাঁচটি ইউনিয়ন কমিটির মধ্যে একটিরও সম্মেলন করা সম্ভব হয়নি।

আরো বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো আজমিরীগঞ্জ উপজেলা কমিটিও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ কারণে উপজেলার পাঁচটি ইউনিয়নে কাউন্সিল-সম্মেলনের বিকল্প নেই। তাই, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

কমিটি বাতিলের এই চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.

এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে পাঠানো হয়েছে।

ঢাকা/আজহারুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ