দায়িত্ব পালনে অক্ষমতার অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। 

গত ২৪ জানুয়ারি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগর ও প্রথম যুগ্ম আহ্বায়ক শামসুল আলমকে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৭ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু, ৫ বছর ৩ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও অর্পিত দায়িত্ব পালনে এ কমিটি কোনো সক্ষমতা দেখাতে পারেনি। উপজেলার পাঁচটি ইউনিয়ন কমিটির মধ্যে একটিরও সম্মেলন করা সম্ভব হয়নি।

আরো বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো আজমিরীগঞ্জ উপজেলা কমিটিও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ কারণে উপজেলার পাঁচটি ইউনিয়নে কাউন্সিল-সম্মেলনের বিকল্প নেই। তাই, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

কমিটি বাতিলের এই চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.

এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে পাঠানো হয়েছে।

ঢাকা/আজহারুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ