জটিলতা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
Published: 27th, January 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও সংশোধনী কমিটির প্রত্যাহার চেয়ে মাঠে না নামার ঘোষণা দিয়েছিল ঢাকা ভিত্তিক ক্রিকেট ক্লাবগুলো। তাতে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
আপাতত ক্লাবগুলোর দাবি মেনে সংশোধনী বিষয়ক কার্যক্রম ও কমিটি স্থগিত করায় মাঠে ফিরছে ক্রিকেট। প্রথম বিভাগ ক্রিকেট লিগ ৯ দিন পর মাঠে গড়াচ্ছে। যেটি শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি থেকে।
সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, “সিদ্ধান্তটা হচ্ছে আমরা লিগটা শুরু করছি। কালকে (মঙ্গলবার) ট্রফি উন্মোচন হবে। আম্পায়ারস ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স এন্ড ম্যানেজারদের জন্য সেটিও হবে। বৃহস্পতিবার ৩০ তারিখ (জানুয়ারি) লিগ শুরু হবে।”
আরো পড়ুন:
ফাহিমের নেতৃত্বে গড়া বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটি স্থগিত
বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঘোষণা, কোন দায়িত্বে কে
“আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে। আমাদের প্রিমিয়ার ডিভিশন ও কোয়ালিফাইং আছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা কোন সভা না। মতবিনিময়”-আরও যোগ করেন সালাউদ্দিন।
তিন দিনের আল্টিমেটামের পর গত ১৮ জানুয়ারি বিকেলে বিসিবি কার্যালয়ে প্রেসিডেন্ট ফারুক আহেমেদের সঙ্গে বৈঠকে বসেন ক্লাবের প্রতিনিধিরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু ও লুতফর রহমান বাদল।
বয়কটের ঘোষণা দিয়ে বাদল বলেন, “এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলব না। খেলা থেকে বিরত থাকব। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই, এবং ভবিষ্যতেও থাকবো না।”
এরপর গত ২৫ জানুয়ারি বোর্ড মিটিংয়ে সংশোধনী কার্যক্রম স্থগিথের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ফলস্বরূপ আজ ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএমের বৈঠকে লিগের সুরাহা হয়।
উল্লেখ্য, প্রস্তাবনা খসড়ায় দেখা যাচ্ছে নতুন করে সংস্কারের লক্ষ্যে কাজ করলেও বোর্ডে কমানো হচ্ছে ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব আর বাড়ানো হচ্ছে ‘সরকারের প্রভাব’। বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক আসতে পারবেন। প্রস্তাবিত সংশোধনীতে ক্লাব থেকে সেটি কমিয়ে মাত্র ৪ জন পরিচালকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি থেকে মাত্র ৪ জন পরিচালক আসতে পারবেন বোর্ডে।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’