বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ
Published: 27th, January 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লেখা সম্বলিত লিফলেট সিদ্ধিরগঞ্জে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড এলাকায় ঘুরে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি (ঢাকা বিভাগ) সহ-সভাপতি আব্দুল হালিম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। জিয়া মঞ্চের এই ৩১ দফা দাবি জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জনগণের দাবি তুলে ধরতে এবং জনমত তৈরি করতে জিয়া মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো: আলীনূর হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল, মো: লিখন মন্ডল, মো: রুবেল, মো: ইসমাঈল, বন্দর উপজেলা আহবায়ক কাজী লিটন, সদস্য সচিব আনোয়ার প্রধান, বন্দর থানা আহবায়ক আল- আমিন, যুগ্ম আহবায়ক মো: জাফর, সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ড জিয়া মঞ্চের আহবায়ক মো: মতিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের নেতা সাইফুল ইসলাম সবুজ, মো: লিমন, সবুজ, হালিম প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ল ফল ট ব তরণ
এছাড়াও পড়ুন:
ভুল শুধরে জনগণের আস্থা ফেরানোর সুযোগ এই নির্বাচন: আইজিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের জন্য ভুল শুধরে জনমনে আস্থা ফেরানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের সময় মাঠে থাকা প্রত্যেক পুলিশ সদস্যকে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে।
রোববার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ লাইনসের পিওএম সভাকক্ষে পুলিশ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে গিয়ে আইজিপি এ কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
রাতে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আজ আইজিপি কর্মশালার ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।
এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আইজিপি। এ সময় তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন এবং যেকোনো পরিস্থিতিতে আইন অনুযায়ী কঠোর থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে আইজিপির সঙ্গে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানসহ রাজশাহী রেঞ্জ, রাজশাহী মহানগর পুলিশ এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।