বন্দরে বিআরটিসি লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Published: 27th, January 2025 GMT
বন্দরে বিআরটিসি'র কাউন্টার ভাংচুর ও লুটপাটসহ দখল দারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৈধ ইজারাদার এহসান উদ্দিন সাগর। সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এহসান উদ্দিন সাগর বলেন, আমি মুক্তারপুর টু ঢাকা রুটে বি আরটিসির বৈধ ইজারাদার। ৫লাখ টাকা জামানত দিয়ে এই লাইনের পারমিশন এনেছি।
যেখানে আমি এই লাইনের মালিক সেখানে আমার লাইনের কাউন্টারে আমি ভাংচুর করতে যাবো কেন আমি লুটপাট করতে যাবো কেন?
একটি চক্র আমার লাইনটাকে দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছে।
সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ রইল দয়া করে সত্য তথ্য যাচাইথবাছাই করে তারপর নিউজ করবেন তাতে প্রকৃত ক্ষতিগ্রস্থরা বিচার পাবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আমরা চাঁদাবাজি, অসততা, দখলদারি, দুঃশাসনের বিরুদ্ধে লড়ছি: জামায়াত আমির
ছবি. প্রথম আলো