এক দিন পর গাছ থেকে নামানো গেল বিড়ালটি
Published: 27th, January 2025 GMT
কুকুরের তাড়ায় প্রাণ বাঁচাতে মেহগনি গাছের মগডালে উঠে পড়ে বিড়ালটি। তীব্র শীতের মধ্যে সেখানেই পার করে দেয় গোটা একটি দিন। অবশেষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার শুরু রোববার সকাল ৮টার দিকে। উপজেলা পরিষদের পল্লি ভবনের সামনে একটি কুকুরের তাড়া খেয়ে বিড়ালটি উঠে পড়ে মেহগনি গাছের মগডালে। সেখান থেকে আর নামতে পারেনি বিড়ালটি। গতকাল সোমবার সকালে নিজ কার্যালয়ে এসে বিষয়টি নজরে পড়ে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের। শীত-কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে তিনি বিষয়টি জানান সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে। তাঁর কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন ঘটনাস্থলে।
বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় প্রায় ৫০ ফুট উঁচু গাছ থেকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব