সুবিধাবঞ্চিত তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম ও বগুড়ার সুবিধাবঞ্চিত ২০০ তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সোমবার রাজধানীর এক হোটেলে বেস্টসেলার ফাউন্ডেশনের অর্থায়নে এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক টেকসই উন্নয়নের উৎস নিশ্চিতের মাধ্যমে বগুড়া ও চট্টগ্রামের দু’শো তরুণ উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা প্রশিক্ষণ’ শীর্ষক এক অনুষ্ঠানে যুব উদ্যোক্তা এবং দক্ষতা প্রশিক্ষণ প্রকল্পের মূল ফলাফলও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ক্ষ’র (এনএসডিএ) অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড.

মো. এনামুল হক, অ্যাডভাইসরি কমিটির চেয়ারপারসন মিস তাহেরা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ড. মো. আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘অর্থনৈতিক টেকসই উন্নয়নের উৎস নিশ্চিতের মাধ্যমে বগুড়া ও চট্টগ্রামে দু’শো জন তরুণ উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পটির কার্যপরিধি নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. আশরাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’র (এনএসডিএ) অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ