গাজীপুরে স্কুল-কলেজ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ককে এগিয়ে নিতে কাজ করছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি গাজীপুরের ১৭টি প্রতিষ্ঠানকে একত্র করে দিনব্যাপী আয়োজন করা হয় বিতর্ক কর্মশালা, প্রতীতি বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংগঠনিক আলোচনা।
সুহৃদ সমাবেশের সার্বিক সহযোগিতায় ও প্রতীতি বিতর্ক সংঘের আয়োজনে কর্মশালায় সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক ও বারোয়ারি বিতর্ক নিয়ে আলোকপাত করেন বিতর্ক প্রশিক্ষকরা। সনাতনী বিতর্কের প্রশিক্ষণ দেন– স্টামফোর্ড ডিবেট ফোরামের সাবেক সভাপতি মো.
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সমকাল পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক মো. আসাদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সহকারী শিক্ষক দিলরুবা আমজাদ, সহকারী শিক্ষক দীপা রানী সাহা, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আবু তাহের ও প্রভাষক কৃষিবিদ মফিজুল ইসলাম নাফিজ।
বিতর্ক নিয়ে বিভিন্ন সেশনের পাশাপাশি অতিথিরা বিতর্কের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। কর্মশালা শেষে প্রশিক্ষক ও অতিথিদের সম্মাননা দেওয়া হয়। পরে সাংগঠনিক আলোচনায় অংশ নেন টঙ্গীর সুহৃদরা। সভায় এ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়; যা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সুহৃদরা।
নতুন কমিটি গঠন
অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা সুহৃদ নির্বাচিত হয় গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সুমাইয়া তালুকদার। তাকে পুরস্কার দেন প্রতীতি বিতর্ক সংঘের
উপদেষ্টা অ্যাডভোকেট মীর পারভেজ। এরপর ঘোষণা করা হয় সমকাল সুহৃদ সমাবেশ টঙ্গী সরকারি কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি। কমিটিতে সভাপতি মনোনীত হয় সুমাইয়া আক্তার, সহসভাপতি পদে জান্নাত মুহসিনা ও জুলেখা আক্তার নওশীন, সাধারণ সম্পাদক পদে তুলি ইয়াসমিন দিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিথিলা আক্তার ও জান্নাত।
কমিটির অন্য সদস্যরা হলো– সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক অজয় বৈদ্য, দপ্তর সম্পাদক রেজা মৌসুমি, সহ-দপ্তর সম্পাদক মোছা. নাদিয়া আক্তার প্রমি, অর্থ সম্পাদক বাবলি আক্তার, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া মম, প্রচার সম্পাদক মারজানা আক্তার ইলা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সিয়াম সরদার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী দীপা, সহ-সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান ঊর্মি, সাহিত্য সম্পাদক কামরুন্নাহার কেয়া, সহ-সাহিত্য সম্পাদক খাদিজা আক্তার ইলা, নারীবিষয়ক সম্পাদক কামরুন নাহার সাথী, সহ-নারীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান সিফা, পাঠচক্র সম্পাদক তিশা, সহ-পাঠচক্র সম্পাদক ইয়াসিন, আপ্যায়ন সম্পাদক মোছা. সামিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক দুর্জয়, সহ-ক্রীড়া সম্পাদক কান্তা, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইসরাত, পরিবেশবিষয়ক সম্পাদক আরদিনা আনতুম অন্তি, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক নুর। কার্যনির্বাহী সদস্যরা হলো– পরাগ, আব্দুর রহিম, আবু সাঈদ, নুসরাত জাহান ঊর্মি v
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, টঙ্গী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।
কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।
আরো পড়ুন:
গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা
তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/বকুল