গোমার হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারনের ঠাঁই নাই
Published: 28th, January 2025 GMT
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গোমা শহরে হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারণের ঠাঁই নাই। সেখানে গুলি, মর্টার এবং গুলিবিদ্ধ শত শত রোগীর চিকিৎসা চলছে। অন্যদিকে রাস্তায় অনেক মৃতদেহ পড়ে আছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
সোমবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এখনো শহরে গোলাগুলি চলছে।
শহরের কর্মীদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক অফিস মঙ্গলবার জানিয়েছে, রাস্তায় ভারী ছোট অস্ত্রের গুলি এবং মর্টারের গুলি অব্যাহত ছিল। রাস্তায় অনেক মৃতদেহ পড়ে রয়েছে বলে জাতিসংঘের মুখপাত্র জেন্স লারকে জানিয়েছেন।
জেন্স লারকে বলেন, “গোমা এবং এর আশেপাশের মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গোমার হাসপাতালগুলো আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। যোদ্ধারা ধর্ষণ করছে বলেও খবর পাওয়া গেছে।”
জেনেভায একই ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কঙ্গোর জরুরি প্রতিক্রিয়া সমন্বয়কারী অ্যাডেলহাইড মার্শাং জানান, গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় শত শত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের উপর গুলি চালানোর এবং শিশুদেরসহ রোগীদের ক্রসফায়ারে আটকে পড়ার খবর শুনতে পাচ্ছি।”
রেড ক্রস জানিয়েছে, তাদের একটি হাসপাতালে ২৪ ঘন্টার মধ্যে ১০০ জনেরও বেশি রোগীকে পেয়েছেন যারা মাথায় এবং বুকে আঘাত মর্টার ও ধারালো বস্তুর আঘাত পেয়ে ভর্তি করা হয়েছে। রোগীরা বিছানার অভাবে করিডোরে অপেক্ষা করছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’