গোমার হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারনের ঠাঁই নাই
Published: 28th, January 2025 GMT
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গোমা শহরে হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারণের ঠাঁই নাই। সেখানে গুলি, মর্টার এবং গুলিবিদ্ধ শত শত রোগীর চিকিৎসা চলছে। অন্যদিকে রাস্তায় অনেক মৃতদেহ পড়ে আছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
সোমবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এখনো শহরে গোলাগুলি চলছে।
শহরের কর্মীদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক অফিস মঙ্গলবার জানিয়েছে, রাস্তায় ভারী ছোট অস্ত্রের গুলি এবং মর্টারের গুলি অব্যাহত ছিল। রাস্তায় অনেক মৃতদেহ পড়ে রয়েছে বলে জাতিসংঘের মুখপাত্র জেন্স লারকে জানিয়েছেন।
জেন্স লারকে বলেন, “গোমা এবং এর আশেপাশের মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গোমার হাসপাতালগুলো আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। যোদ্ধারা ধর্ষণ করছে বলেও খবর পাওয়া গেছে।”
জেনেভায একই ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কঙ্গোর জরুরি প্রতিক্রিয়া সমন্বয়কারী অ্যাডেলহাইড মার্শাং জানান, গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় শত শত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের উপর গুলি চালানোর এবং শিশুদেরসহ রোগীদের ক্রসফায়ারে আটকে পড়ার খবর শুনতে পাচ্ছি।”
রেড ক্রস জানিয়েছে, তাদের একটি হাসপাতালে ২৪ ঘন্টার মধ্যে ১০০ জনেরও বেশি রোগীকে পেয়েছেন যারা মাথায় এবং বুকে আঘাত মর্টার ও ধারালো বস্তুর আঘাত পেয়ে ভর্তি করা হয়েছে। রোগীরা বিছানার অভাবে করিডোরে অপেক্ষা করছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।