বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন আয়োজক বোর্ড সম্পূর্ণ টিকিট বিক্রির অর্থ নিজেরাই রাখলেও এবার ফ্র্যাঞ্চাইজিদের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, যদি টিকিট বিক্রি থেকে ভালো পরিমাণ আয় হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তা ভাগ করে নেওয়া হবে।

তিনি বলেন, ‘টিকিট থেকে যদি ভালো আয় হয় এবং আমরা লাভবান হই, তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকেও একটি অংশ দিতে চাই। আমরা তাদের এই বার্তা দিতে চাই যে, আমরা তাদের পাশে আছি।’  

তবে কত শতাংশ লভ্যাংশ দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির এই সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক নিশ্চয়তা কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

গতকাল বিসিবির সভায় চিটাগং কিংস ছাড়া বাকি ছয়টি ফ্র্যাঞ্চাইজি উপস্থিত ছিল। মূলত ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক বিষয় নিয়েই আলোচনা হয়, যেখানে প্রধান আলোচ্য ছিল লভ্যাংশ ভাগাভাগির এই নতুন নীতিমালা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া