পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিকের টাকা আটকে রেখেছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। এদিকে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছিলেন বিনুরা ফার্নান্দো। দুজনের কেউই চিটাগং কিংসের হয় সবশেষ ম্যাচে চট্টগ্রামে খেলেননি। তবে আজ (২৯ জানুয়ারি, ২০২৫) মিরপুরে তাদেরকে নিয়েই মাঠে নেমেছে চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলায় তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং। দুই দলের দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বিপিএলে। প্রথম দেখায় রংপুর ৩৩ রানে হারিয়েছিল চিটাগংকে। আজ তাদের প্রতিশোধের লড়াই। সঙ্গে প্লে’ অফ নিশ্চিতের মিশন। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চারে চিটাগং কিংস। হাতে ৩ ম্যাচ রেখে তাদের প্লে অফের সম্ভাবনা বেশ জোরাল। শেষ ৩ ম্যাচে দুইটিতে জয় পেলেও চিটাগং শেষ চার নিশ্চিত হয়ে যাবে।

রংপুর রাইডার্স: কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, ইফতেখার আহমেদ, স্টেফেন টেইলর ও আকিফ জাভেদ।

আরো পড়ুন:

দুর্নামের দায়ভার নিল বিসিবি, নজরদারিতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা 

সংগ্রাম পেরোনো সফল তাসকিনের অপেক্ষা ফুরাবে কবে?

চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, লাহিরু মিলানতা, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, রাহাতুল ফেরদৌস জাভেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ