চলতি বিপিএলে টানা ৮ ম্যাচে জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে রংপুর রাইডার্স। ওই রংপুরকে প্রথম হারের স্বাদ দেয় দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাসকিনদের রাজশাহী হারিয়েছে রংপুরকে। শেষ চারের পথে এক পা দিয়ে রেখেছে তারা।

এবার রংপুর রাইডার্সকে হারাল চট্টগ্রাম কিংস। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৪৩ রান তোলে রংপুর। জবাবে ১৪ বল থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী।

এই জয়ে সুপার ফোরের পথে এক পা দিয়ে ফেলেছে চট্টগ্রামও। ১০ ম্যাচে ৬ জয় পেয়েছে দলটি। খুলনা টাইগার্স তাদের হাতে থাকা দুই ম্যাচের একটিতে হারলেই রাজশাহী ও চট্টগ্রামের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। এছাড়া চট্টগ্রাম গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও নিশ্চিত হবে শেষ চার।

অন্য দিকে টানা তিন ম্যাচে পরাজিত হওয়ায় রংপুর রাইডার্সের সরাসরি কোয়ালিফায়ারে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিন রংপুরের হয়ে ওপেনার সৌম্য সরকার ১৭ বলে ২৩ রান করেন। ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। তার ৪৭ বলের ইনিংসটি সাতটি চার ও তিন ছক্কায় সাজানো ছিল।

জবাবে চট্টগ্রাম শুরুতে উইকেট হারালেও পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে জয়ের পথে এগিয়ে ছিল। ইমন ৪৩ বলে ৪১ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। ক্লার্ক ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেন। মিঠুন ১৫ বলে ২০ রান যোগ করেন।

ম্যাচ জয়ী ইনিংস খেলা হায়দার ১৮ বলে ৪৮ রান করেন। ছয়টি ছক্কা ও একটি চার মারেন তিনি। এর মধ্যে স্বদেশি আকিফ জাভেদের ১৮তম ওভারে পরপর চারটি ছক্কা তোলেন এই মিডল অর্ডার ব্যাটার।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ