টানা আট জয়ে আগেই নিশ্চিত হয়েছিল প্লে’অফ। এরপর হারের হ্যাটট্রিক করে রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলসের মতো ব্যাটার চলে যাওয়ায় ভুগতে থাকে দলটি।

তবে প্লে’অফের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আন্দ্রে রাসেল-সুনীল নারিনসহ টি-টোয়েন্টির হটকেকদের সঙ্গে সেরে রেখেছে চুক্তি। এই দুজন ছাড়াও ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলির সঙ্গে চুক্তি করেছে রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে’অফ এবং পরবর্তীতে যদি ফাইনালে ওঠে তাহলে এই বিদেশিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন:

হায়দার ঝড়ে শেষ চারের পথে চিটাগং, ছিটকে গেল ঢাকা

‘দেশ সেটেল নেই’- পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) চিটাগং কিংসের বিপক্ষে হারের পর পাঁচ বিদেশির বিষয়ে নিশ্চিত করেছেন রংপুরের টিম ম্যানেজার আহসানুর রহমান মল্লিক। প্লে’অফ থেকে ম্যাচ বুঝে এই পাঁচজনের যে কাউকে আনা হবে বলে জানান তিনি।

এদিন চিটাগংয়ের বিপক্ষে বাজে ব্যাটিং-বোলিংয়ের খেসারত দিতে হয়েছে টানা তিন হার দিয়ে। আগে ব্যাটিং করে ৫ উইকেটে মাত্র ১৪৩ রান করে রংপুর। তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে চিটাগং।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

সৌদিতে একঝাঁক বাংলাদেশি তারকা

গান শোনাতে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা সংগীতশিল্পী। এ তালিকার প্রধান আকর্ষণ নগরবাউল জেমস। তাছাড়াও রয়েছেন— দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।

গতকাল সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’। এটি ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা।

এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরবেন তারকা শিল্পীরা। সেইসঙ্গে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

আরো পড়ুন:

‘রাজনৈতিক পরিচয় থাকলে কি শিল্পীকে অসম্মান করা যায়?’

মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’

এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব। ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইব। এরপর ২০২৫ সালের ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাব।”

এ আয়োজনের বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করেন গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।

উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। অনুষ্ঠানের শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ