বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নানা বিতর্কের মাঝেও বাইশ গজে ছুটেছে রানের ফোয়ারা। সেই রান উৎসবের উইকেটেও বিভীষিকাময় ব্যাটিংয়ে চলমান আসরে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। 

ফরচুন বরিশালের বিপক্ষে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত চলমান বিপিএলে এটিই সর্বনিম্ন রান। তাদের আগে সর্বনিম্ন ৮০ রান করেছিল দুর্বার রাজশাহী। এ ছাড়া বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৪৪ রানের বাজে রেকর্ড রয়েছে।

অধিনায়ক থিসারা পেরেরা সর্বোচ্চ ১৫ রান করেন ১১ বলে। ১০ রান করে আসে লিটন দাস-রনসফ বেটনের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের মুখ দেখেননি। 

আরো পড়ুন:

রাসেল-ওয়ার্নার-নারিনসহ পাঁচ বিদেশির সঙ্গে রংপুরের চুক্তি

হায়দার ঝড়ে শেষ চারের পথে চিটাগং, ছিটকে গেল ঢাকা

তানভীর ইসলামের ঘূর্ণিতে লিটন দাসের বোল্ড আউট পতনের শুরু। অথচ দুই চারে এই উইকেটরক্ষক ব্যাটার দেখিয়েছিলেন সম্ভাবনা। আশার আলো ফোটার আগেই যেন সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর উইকেটের মিছিলে শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদী হাসান রানা। তাও ৪.

৪ ওভার বাকি থাকতেই! 

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। ১টি উইকেট নেন জেমস ফুলার। 

আগের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের পরাজয় টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় ঢাকাকে। নির্ভার হয়ে যেখানে খেলার কথা সেখানে যেন উল্টো চাপে থেকে দিশেহারা ছিল ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • আধাঘণ্টার মধ্যেই অলআউট ভারত, গুটিয়ে গেছে ২২৪ রানে
  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার