টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড না পেয়ে নারায়ণগঞ্জসহ সারা দেশের স্মার্টকার্ড নিয়ে তালবাহানা ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্নে জেলার সাধারণ নাগরিকবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় সাধারণ নাগরিক  পুরাতন কার্ডধারীরা জানান, জানুয়ারি মাসে তারা নতুন টিসিবি  ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য বঞ্চিত হয়েছে টিসিবি পণ্য থেকে। নতুন কার্ড  হাতে পেতে তাদের অনেক সময় লাগবে। অনেকেই টিসিবি পণ্য থেকে বঞ্চিত হবে এই নতুন না পেয়ে ।

যে পর্যন্ত নতুন কার্ড তারা হাতে না পাবে সে পর্যন্ত যাতে তারা পুরাতন কার্ড দিয়ে পণ্যকে পাওয়ার সুবিধা পান।  স্মার্ট ফ্যামিলি  কার্ডের জটিলতার জন্য এ মাসে ২ লক্ষ ১হাজার ৪২০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি'র পন্য পাবে ১লক্ষ ৪৪ হাজার।

প্রতি দুই মাস পর পর কার্ড বদল হয়। অনেকেই যার ফলে কার্ড পায় না।  যারা কার্ড পায় তাদেরও কার্ড পেতে অনেক কষ্ট হয়। যদি আগের মত ভোটার আইডি কার্ডের মাধ্যমে দিত তাহলে অনেক ভালো হতো। কয়েকদিন পর পর কার্ড বদল হতো না। আমাদেরও আর কষ্ট হতো না। 

নাম প্রকাশ করতে অনিচ্ছুক নারায়ণগঞ্জ  এক টিসিবি ডিলার বলেন, আমাদের নির্দেশনা এসেছে যে আমরা নতুন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পন্য দিবো।যদি কার্ডধারীকে না পাওয়া যায় তাইলে পরের মাসে কার্ডধারীকে সেই পন্য  দিতে হবে। দেখা যাবে সামনে রোদ বৃষ্টি হবে।

মালামালগুলো গোডাউনে নষ্ট হয়ে যেতে পারে। কারণ সেই পন্যগুলো এক মাস পরে দেওয়া হবে। আর আমরা যদি পন্য ফিরত নিয়ে যাই। তাহলে সাধারণ মানুষ আমাদের চোর ভাববে।  কোনো কোনো ওয়ার্ডে সাধারণ মানুষের মাইরও খেতে পারি। আমরাও আছি এখন বিপদে। 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করেন। ওয়ার্ড সচিবরা আপনাদেরকে নতুন কার্ড দিবেন। সব কার্ড এখনো হয়নি। কিছু কার্ড বাকী আছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 

নারায়ণগঞ্জ মহানগর  যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। 

জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।

দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব
  • হেরোইন বিক্রির অভিযোগে ধামরাইয়ে গ্রেপ্তার ৩