শিল্পপ্রতিষ্ঠান বাড়ার গতি হতাশাজনক
Published: 30th, January 2025 GMT
দেশে শিল্প খাতে প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। তবে শিল্প প্রতিষ্ঠান বাড়ার গতিতে বড় ধরনের পতন হয়েছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে শিল্প প্রতিষ্ঠান বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। এর আগে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাড়ে ১০০ শতাংশ। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান হওয়ার প্রবৃদ্ধি ব্যাপক হারে কমেছে। এ ছাড়াও অর্থনৈতিক প্রতিষ্ঠানে শিল্প খাতের অংশ ক্রমশ কমে আসছে। বাড়ছে সেবা খাতের অংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। গত বছরের ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে শুমারির তথ্য সংগ্রহ করা হয়। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী উন্নয়ন পরিকলল্পনা সাজাতে সহায়তা করতে বিবিএস প্রতি ১০ বছর পর অর্থনৈতিক শুমারি করে থাকে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড.                
      
				
বেক্সিমকোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তাদের অনেক ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছিল রাতারাতি বড় হওয়া। ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অচল হয়ে আছে, তার গরিব শ্রমিকরাই আন্দোলন করছে। এসব প্রতিষ্ঠানের মূলধন কিছুই নেই। আছে শুধু ঋণ আর ঋণ। বেক্সিমকোর শ্রমিকরা তিন থেকে চার মাস মাঠে আছে। সরকার তাদের অর্থায়ন করছে। কিন্তু এ প্রতিষ্ঠানগুলোর কোনো পুঁজিই নেই।
তিনি বলেন, দেশে বৈষম্য কোন পর্যায়ে গেছে তার নিদারুণ চিত্র হলো, এত উদ্যোক্তা, এমনকি শহরের চেয়েও গ্রামে উদ্যোক্তা বেশি। কিন্তু সামান্য যে অর্থায়ন প্রয়োজন, সেটিও তারা পায় না। অথচ শহরে ভুঁইফোঁড়, রাতারাতি ধনী হওয়ার প্রতিষ্ঠান অগণিত। ব্যাংকের টাকা কীভাবে জলে গেছে, কেউ জানে না।
শিক্ষা খাত প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত গরিব শিক্ষকদের নিজেদের সঞ্চয় একটা ফান্ডে থাকে। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষকদের সঞ্চয়ের ছয় হাজার কোটি টাকা সম্পূর্ণ দেউলিয়া একটা ব্যাংকে রেখেছে। এ টাকা এখন তারা পাচ্ছে না।
অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান পুঁজির অভাবকে ব্যবসা পরিচালনার প্রধান সমস্যা বলে জানিয়েছে। ৩৪ শতাংশের বেশি প্রতিষ্ঠান জানিয়েছে, ঋণ পেতে সমস্যায় পড়তে হয়। প্রতিষ্ঠানগুলোর মতে, তৃতীয় বড় সমস্যাটি হচ্ছে অবকাঠামোর ঘাটতি। ১৮ দশমিক ৭৫ শতাংশ প্রতিষ্ঠান এ সমস্যার কথা বলেছে। এ ছাড়াও দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, পণ্য বাজারজাতকরণের অসুবিধা ইত্যাদি সমস্যার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
প্রতিবেদনে দেখা যায়, গত ১০ বছরে গ্রাম ও শহর দুই জায়গাতেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিট বা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। ২০১৩ সালে যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এ হিসাবে গত ১১ বছরে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ৪০ লাখ ৫৮ হাজার ৭৯৯টি বেড়েছে।
২০২৪ সালে উৎপাদন বা শিল্প খাতে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪১ হাজার ৪৪৬টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে যা ৮ দশমিক ৭৭ শতাংশ। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৯ লাখ ২ হাজার ৫৮৩টি, যা মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ১১ দশমিক ৫৪ শতাংশ। ২০০৩ সালে শিল্প প্রতিষ্ঠান ছিল ৪ লাখ ৫০ হাজার ৩৮৪টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের যা ১২ দশমিক ১৪ শতাংশ।
শিল্পের তুলনায় সেবা খাতের প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি হারে বাড়ছে। এ খাতে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৯৬টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সেবা খাতের প্রতিষ্ঠানই এখন ৯১ দশমিক ২৩ শতাংশ। এর আগে ২০১৩ সালের শুমারিতে সেবা খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৯ লাখ ১৫ হাজার ৯৮২। এটি তখনকার মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ৮৮ দশমিক ৪৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মানুষের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩৪। এর আগের জরিপে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন।
অর্থনৈতিক ইউনিটের মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৮৩ লাখ ৪৬ হাজার ১৬১টি, আর শহরাঞ্চলে ৩৫ লাখ ৩১ হাজার ২০৩টি। এর আগে ২০১৩ সালে গ্রামাঞ্চলে ছিল ৫৫ লাখ ৮৯ হাজার ১৯টি, শহরাঞ্চলে ২২ লাখ ২৯ হাজার ৫৪৬টি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সম্পর্কিত টাস্কফোর্সের সভাপতি ড. কেএস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
যশোরের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুতের (রস সংগ্রহের উপযোগী করা) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, রস-গুড় সংগ্রহের জন্য গত বছরের তুলনায় এ বছর বেশি খেজুরগাছ প্রস্তুত করা হবে। এ বছর জেলায় অন্তত তিন লাখের বেশি গাছ প্রস্তুত করা হবে। যশোরে খেজুরের রস ও গুড়ের ১০০ কোটির বেশি টাকার বাজার রয়েছে। অন্তত ছয় হাজার কৃষক এই পেশায় যুক্ত।
যশোরের খেজুর গুড় জিআই পণ্য হলো যেভাবে
২০২২ সালে চৌগাছার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) ইরুফা সুলতানা খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে খেজুর গুড়ের মেলা, গাছিদের প্রশিক্ষণ, গাছি সমাবেশ, গাছিদের সমবায় সমিতি গঠন, খেজুরগাছ রোপণ ও সংরক্ষণের উদ্যোগ নেন। একই বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য যশোরের খেজুর গুড়ের আবেদন করেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সেটি জিআই পণ্যের স্বীকৃতি পায়।
শতকোটি টাকার বাজার ধরতে ব্যস্ত গাছিরা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশোরের প্রায় ছয় হাজার গাছি খেজুরগাছের রস থেকে পাটালি গুড় উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে খেজুরগাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুরগাছ সংরক্ষণ, রোপণ, গাছিদের প্রশিক্ষণ, প্রণোদনাসহ নানাভাবে সহযোগিতার মাধ্যমে গুড় উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে যশোর জেলায় খেজুরগাছের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৬৯৫টি। এর মধ্যে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১৩০টি। গাছ থেকে ৩ কোটি ৭১ লাখ ৩ হাজার লিটার রস ও ২ হাজার ৭৪২ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারদর অনুযায়ী প্রতি লিটার রসের দাম ৩৫ টাকা ও গুড়ের কেজি ৩৪০ টাকা। সেই হিসাবে রস ও গুড়ের বাজার দর ৯৯ কোটি ৬৮ লাখ টাকা।
চৌগাছা উপজেলার চাকলা গ্রামের গাছি আবদুল কুদ্দুস বলেন, ‘আমার দাদা খেজুরগাছের রস থেকে পাটালি গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। দাদার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। বাবার পেশায় আমিও যুক্ত হয়েছি। বাবা আর আমি এবার ৩০০টি খেজুরগাছ থেকে রস-গুড় তৈরির প্রস্তুতি নিচ্ছি। গতবছর ভালো দাম পেয়েছি। এবারও ভালো দাম পাব বলে আশা করি।’
গাছিরা জানান, কার্তিক মাস শুরুর সঙ্গে সঙ্গেই খেজুরগাছ ছেঁটে রস ও গুড় তৈরির প্রস্তুতি শুরু করেন তাঁরা। শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। এখানকার কারিগরদের দানা পাটালি তৈরির সুনাম রয়েছে। পাটালি ও ঝোলা গুড় তৈরি ছাড়াও চাষিরা শীতের ভোরে ফেরি করে কাঁচা রস বিক্রি করেন। কাঁচা রস প্রতি মাটির ভাঁড় ১৫০-২০০ টাকা, দানা গুড় ৩৫০-৪০০ টাকা আর পাটালি প্রতি কেজি ৪৫০-৬০০ টাকায় বিক্রি হয়।
অনলাইন প্ল্যাটফর্ম কেনারহাটের উদ্যোক্তা তরিকুল ইসলাম বলেন, ‘গত বছর আমাদের কাছে ভোক্তার চাহিদা ছিল সাড়ে ছয় হাজার কেজি পাটালি গুড়। সরবরাহ করতে পেরেছিলাম দুই হাজার কেজি। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, শীত কম হওয়ায় চাহিদা অনুযায়ী পাটালি গুড় সরবরাহ করতে পারিনি। এ বছর ইতিমধ্যে অর্ডার আসতে শুরু করেছে।’