দেশে শিল্প খাতে প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। তবে শিল্প প্রতিষ্ঠান বাড়ার গতিতে বড় ধরনের পতন হয়েছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে শিল্প প্রতিষ্ঠান বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। এর আগে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাড়ে ১০০ শতাংশ। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান হওয়ার প্রবৃদ্ধি ব্যাপক হারে কমেছে। এ ছাড়াও অর্থনৈতিক প্রতিষ্ঠানে শিল্প খাতের অংশ ক্রমশ কমে আসছে।  বাড়ছে সেবা খাতের অংশ।  

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। গত বছরের ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে শুমারির তথ্য সংগ্রহ করা হয়। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী উন্নয়ন পরিকলল্পনা সাজাতে সহায়তা করতে বিবিএস প্রতি ১০ বছর পর অর্থনৈতিক শুমারি করে থাকে। 

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড.

ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিনিয়োগের জন্য পুঁজির অভাবে ভুগছে। অথচ গত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে অসাধু চক্র। কোথায় যে নিয়ে গেছে, তারও কোনো খবর নেই। 

বেক্সিমকোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তাদের অনেক ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছিল রাতারাতি বড় হওয়া। ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অচল হয়ে আছে, তার গরিব শ্রমিকরাই আন্দোলন করছে। এসব প্রতিষ্ঠানের মূলধন কিছুই নেই। আছে শুধু ঋণ আর ঋণ। বেক্সিমকোর শ্রমিকরা তিন থেকে চার মাস মাঠে আছে। সরকার তাদের অর্থায়ন করছে। কিন্তু এ প্রতিষ্ঠানগুলোর কোনো পুঁজিই নেই।

তিনি বলেন, দেশে বৈষম্য কোন পর্যায়ে গেছে তার নিদারুণ চিত্র হলো, এত উদ্যোক্তা, এমনকি শহরের চেয়েও গ্রামে উদ্যোক্তা বেশি। কিন্তু সামান্য যে অর্থায়ন প্রয়োজন, সেটিও তারা পায় না। অথচ শহরে ভুঁইফোঁড়, রাতারাতি ধনী হওয়ার প্রতিষ্ঠান অগণিত। ব্যাংকের টাকা কীভাবে জলে গেছে, কেউ জানে না।

শিক্ষা খাত প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত গরিব শিক্ষকদের নিজেদের সঞ্চয় একটা ফান্ডে থাকে। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষকদের সঞ্চয়ের ছয় হাজার কোটি টাকা সম্পূর্ণ দেউলিয়া একটা ব্যাংকে রেখেছে। এ টাকা এখন তারা পাচ্ছে না। 

অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান পুঁজির অভাবকে ব্যবসা পরিচালনার প্রধান সমস্যা বলে জানিয়েছে। ৩৪ শতাংশের বেশি প্রতিষ্ঠান জানিয়েছে, ঋণ পেতে সমস্যায় পড়তে হয়। প্রতিষ্ঠানগুলোর মতে, তৃতীয় বড় সমস্যাটি হচ্ছে অবকাঠামোর ঘাটতি। ১৮ দশমিক ৭৫ শতাংশ প্রতিষ্ঠান এ সমস্যার কথা বলেছে। এ ছাড়াও দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, পণ্য বাজারজাতকরণের অসুবিধা ইত্যাদি সমস্যার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

প্রতিবেদনে দেখা যায়, গত ১০ বছরে গ্রাম ও শহর দুই জায়গাতেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিট বা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। ২০১৩ সালে যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এ হিসাবে গত ১১ বছরে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ৪০ লাখ ৫৮ হাজার ৭৯৯টি বেড়েছে। 

২০২৪ সালে উৎপাদন বা শিল্প খাতে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪১ হাজার ৪৪৬টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে যা ৮ দশমিক ৭৭ শতাংশ। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৯ লাখ ২ হাজার ৫৮৩টি, যা মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ১১ দশমিক ৫৪ শতাংশ। ২০০৩ সালে শিল্প প্রতিষ্ঠান ছিল ৪ লাখ ৫০ হাজার ৩৮৪টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের যা ১২ দশমিক ১৪ শতাংশ।  

শিল্পের তুলনায় সেবা খাতের প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি হারে বাড়ছে। এ খাতে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৯৬টি। মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সেবা খাতের প্রতিষ্ঠানই এখন ৯১ দশমিক ২৩ শতাংশ। এর আগে ২০১৩ সালের শুমারিতে সেবা খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৯ লাখ ১৫ হাজার ৯৮২। এটি তখনকার মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ৮৮ দশমিক ৪৬ শতাংশ।  

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মানুষের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩৪। এর আগের জরিপে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন।

অর্থনৈতিক ইউনিটের মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৮৩ লাখ ৪৬ হাজার ১৬১টি, আর শহরাঞ্চলে ৩৫ লাখ ৩১ হাজার ২০৩টি। এর আগে ২০১৩ সালে গ্রামাঞ্চলে ছিল ৫৫ লাখ ৮৯ হাজার ১৯টি, শহরাঞ্চলে ২২ লাখ ২৯ হাজার ৫৪৬টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সম্পর্কিত টাস্কফোর্সের সভাপতি ড. কেএস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার।

উৎস: Samakal

কীওয়ার্ড: দশম ক সমস য

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ-ছাত্রত্ব বাতিল

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটাবিরোধী আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার, র‌্যাগিংসহ নানা অভিযোগ এনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এমন ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন, বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির হোসেন ও রিয়াদ।  

বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. আতিয়ার রহমান জানিয়েছেন, ১০ শিক্ষার্থীর মধ্যে যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে, তাদের সনদপত্র বাতিল করা হয়েছে। যারা এখনো অধ্যয়নরত তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  

আরো পড়ুন:

ছাত্রলীগের বিচারসহ ৯ দাবি জবি ছাত্রদলের

রাবিতে প্রভাষক হলেন জাসদ ছাত্রলীগ নেতা, ক্ষোভ

ভিসি আরো জানান, ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানান অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়, যা সর্বশেষ রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদিত হয়েছে। গত পরশু তাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। 

বহিষ্কৃত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘‘জুলাই-আগস্ট মাসে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি, যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটা প্রত্যাহার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে প্রোগ্রাম হয়েছে, সেদিনও কিছু হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এই অবিচারের বিচারও হবে।’’  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন বলেন, ‘‘কিছু শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু বলার নেই। শুধু জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনাই নয়, অন্যান্য রাজনৈতিক ঘটনাও আছে অভিযোগে। তারই প্রেক্ষিতে তদন্ত শেষে পদক্ষেপ নেয়া হয়েছে।’’ 

২০১৫ সালে শ্রেণি কার্যক্রম শুরু করা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত কমিটি দেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে বেশ কিছু শিক্ষার্থীকে ছাত্রলীগের ব্যানারে নানান কর্মসূচি পালন করতে দেখা যেত। বহিষ্কৃত ও সনদ বাতিল হওয়া শিক্ষার্থীদের বেশ কয়েকজন ৫ আগস্টের আগে শিক্ষাজীবন শেষ করেন। গ্রেপ্তার হয়ে বেশ কিছু দিন কারাবরণ শেষে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করা বহিষ্কৃত ১০ জনের একজন বিশ্বজিৎ শীল।

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • পিডিবির ভুলে ২৪৫ কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে
  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
  • নির্বাচনের রোডম্যাপে কবে যাত্রা শুরু করবে বাংলাদেশ
  • ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • এ দেশে খুচরা ব্যাংকিং বন্ধ করে দিচ্ছে এইচএসবিসি
  • রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ-ছাত্রত্ব বাতিল
  • জন্মহার বাড়াতে চীনের নতুন উদ্যোগ, শিশুদের জন্য মা-বাবা পাবেন ভাতা
  • সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ‘রাষ্ট্রীয় শোক’ প্রত্যাখ্যান