বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অথচ একাদশেই সুযোগ পাচ্ছেন না তিনি। সংক্ষিপ্ত সংস্করণে তার ব্যাটে ভয়াবহ রান খরা। যে কারণে তৃতীয়বারের মতো বরিশালের একাদশের বাইরে চলে গেছেন তিনি। 

প্রথমবার বরিশালের একাদশ থেকে বাদ পড়ে মুশফিকুর রহিমের ইনজুরিতে উইকেটরক্ষক হিসেবে ফেরেন তিনি। পরেরবার টানা পাঁচ ম্যাচে একাদশের বাইরে এই বাঁ-হাতি ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার এই বাদ পড়া বা রান না পাওয়া দলের জন্য দুশ্চিন্তার কারণ হওয়ার কথা। 

তবে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বিপিএলে খেলতে না পারায় শান্তর আত্মবিশ্বাসে কোন ধাক্কা লাগবে না। তার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল টি-২০ খেলতে যাচ্ছে না। 

কোচ সালাউদ্দিন বলেন, ‘একজনের আত্মবিশ্বাস কীভাবে বাড়বে বা কিসে ব্যঘাত ঘটবে এটা আমরা বলতে পারি না। কেউ টানা ব্যর্থ হলে তার আত্মবিশ্বাস নিচে নেমে যেতে পারে। তবে বিপিএল টি-২০ টুর্নামেন্ট আর চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ক্রিকেট। সে তো এখানে বসে নেই। সে যদি ঠিক মতো প্রস্তুতি নেয়, সে সফল হবে।’ 

ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন জানিয়েছেন, দরকার পড়লে তারা খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথাও বলবেন, ‘আমার কাজ ছেলেদের দিকে নজর রাখা, যাতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানসিকভাবে ঠিক থাকে। সেজন্য যদি আমাদের তাদের সঙ্গে আলাদা করে কথা বলতে হয় বলবো, যদি সবার সমানে বলার দরকার পড়ে সেটাও বলবো।’ 

এর আগে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, ফর্মের কারণে শান্তকে বাদ দেননি। বরং দলের সমন্বয়ের কারণে একাদশের বাইরে রাখা হয়েছে তাকে। যদিও বরিশাল মিডল অর্ডারের তাওহীদ হৃদয়কে দিয়ে ওপেনিং করাচ্ছে, ‘আমি তাকে (শান্ত) সুযোগ দিতে পারছি না। তার সুযোগ প্রাপ্য। আমাদের দলের দিকে তাকালে দেখবেন, আমরা এখন সঠিক কম্বিনেশন পেয়েছি, শুরুর দিকে যেটা পাইনি।’   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ