বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অথচ একাদশেই সুযোগ পাচ্ছেন না তিনি। সংক্ষিপ্ত সংস্করণে তার ব্যাটে ভয়াবহ রান খরা। যে কারণে তৃতীয়বারের মতো বরিশালের একাদশের বাইরে চলে গেছেন তিনি। 

প্রথমবার বরিশালের একাদশ থেকে বাদ পড়ে মুশফিকুর রহিমের ইনজুরিতে উইকেটরক্ষক হিসেবে ফেরেন তিনি। পরেরবার টানা পাঁচ ম্যাচে একাদশের বাইরে এই বাঁ-হাতি ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার এই বাদ পড়া বা রান না পাওয়া দলের জন্য দুশ্চিন্তার কারণ হওয়ার কথা। 

তবে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বিপিএলে খেলতে না পারায় শান্তর আত্মবিশ্বাসে কোন ধাক্কা লাগবে না। তার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল টি-২০ খেলতে যাচ্ছে না। 

কোচ সালাউদ্দিন বলেন, ‘একজনের আত্মবিশ্বাস কীভাবে বাড়বে বা কিসে ব্যঘাত ঘটবে এটা আমরা বলতে পারি না। কেউ টানা ব্যর্থ হলে তার আত্মবিশ্বাস নিচে নেমে যেতে পারে। তবে বিপিএল টি-২০ টুর্নামেন্ট আর চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ক্রিকেট। সে তো এখানে বসে নেই। সে যদি ঠিক মতো প্রস্তুতি নেয়, সে সফল হবে।’ 

ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন জানিয়েছেন, দরকার পড়লে তারা খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথাও বলবেন, ‘আমার কাজ ছেলেদের দিকে নজর রাখা, যাতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানসিকভাবে ঠিক থাকে। সেজন্য যদি আমাদের তাদের সঙ্গে আলাদা করে কথা বলতে হয় বলবো, যদি সবার সমানে বলার দরকার পড়ে সেটাও বলবো।’ 

এর আগে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, ফর্মের কারণে শান্তকে বাদ দেননি। বরং দলের সমন্বয়ের কারণে একাদশের বাইরে রাখা হয়েছে তাকে। যদিও বরিশাল মিডল অর্ডারের তাওহীদ হৃদয়কে দিয়ে ওপেনিং করাচ্ছে, ‘আমি তাকে (শান্ত) সুযোগ দিতে পারছি না। তার সুযোগ প্রাপ্য। আমাদের দলের দিকে তাকালে দেখবেন, আমরা এখন সঠিক কম্বিনেশন পেয়েছি, শুরুর দিকে যেটা পাইনি।’   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ