বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের ইস্যুতে তদন্ত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। চুক্তি অনুযায়ী যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা করায় বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানহানি হয়েছে জানিয়ে তদন্তে নেমেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

এজন্য তিন সদস্যের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া), চেয়ারম্যানের একান্ত সচিব এবং সহকারী পরিচালক (ক্রীড়া)। কমিটির প্রধান করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সাত দল নিয়ে গত ৩০ ডিসেম্বর শুরু হয় বিপিএলের এগারতম আসর। এই প্রতিযোগিতা দিয়ে শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজন ‘তারুণ্যের উৎসব ২০২৫’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে শুরু হয় আয়োজন। যেখানে নতুনত্বের ছোঁয়া থাকবে বলে দাবি করা হয়েছিল। এজন্য বিপিএলের তিন ভেন্যু সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেয় সরকার। 

আরো পড়ুন:

দুর্নামের দায়ভার নিল বিসিবি, নজরদারিতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা 

সংগ্রাম পেরোনো সফল তাসকিনের অপেক্ষা ফুরাবে কবে?

কিন্তু বিপিএল শুরুর পরপরই সমালোচনায় বিদ্ধ হয় আয়োজন। বিশেষ করে ফ্রাঞ্চাইজিরা খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে যায় আয়োজন। দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স কেউই চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়নি।

যা নজর এড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদের। এর পেছনের কারণ খতিয়ে দেখতে দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে ‘সত্যানুসন্ধান কমিটি’। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।   

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ