এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনিস্টার প্যাভিলিয়নে মিলছে নানা অফার। এর মধ্যে অন্যতম ‘কোটিপতি হোন’ অফার।  ‘কোটিপতি হোন’ অফারে বাণিজ্য মেলা কিংবা দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্র থেকে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই রয়েছে কোটিপতি হওয়ার সুযোগসহ নানা চমক। 

আরও রয়েছে, একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।

প্যাভিলিয়নের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে:
টিভি: বাণিজ্য মেলায় মিনিস্টার নিয়ে এসেছে ২৪ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্ট ও বেসিক টিভি। মেলায় মিনিস্টার টিভিতে চলছে ৪০% পর্যন্ত মূল্যছাড়। মেলাতে মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে আকাশ ডিটিএইচ ফ্রি। মিনিস্টারের বেশ কিছু  স্মার্ট টিভির মডেল গুলোতে রয়েছে QLED, 4K,অফিশিয়াল গুগল সার্টিফাইড এবং ফুল এইচডিসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি, যা দর্শকদের প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে।

ফ্রিজ: অত্যাধুনিক প্রযুক্তি এবং ৭৫% এনার্জি সেভিং সুবিধাসহ মিনিস্টার ফ্রিজ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। মেলাতে রয়েছে মিনিস্টারের ১৬৫ লিটার থেকে ৬০০ লিটার ক্যাপাসিটির ফ্রিজ ও ফ্রিজার মডেল। মিনিস্টার ফ্রিজে চলছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। মিনিস্টার ৬০০ লিটারের ৬ ডোর ফ্রিজের শোরুম মূল্য ১৫৪৮৩৯ টাকা হলেও বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এই ফ্রিজটির অফার মূল্য ৫৫% ডিসকাউন্টে মাত্র ৭০ হাজার টাকা।
  
এয়ার কন্ডিশনার: ৭৫% বিদ্যুৎ সাশ্রয়ী এবং ইকো-ফ্রেন্ডলি মিনিস্টার এয়ার কন্ডিশনার মেলায় বিশেষ অফারে ৩০% মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।

ওয়াশিং মেশিন: আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিনিস্টার ওয়াশিং মেশিনে চলছে ৬ হাজার টাকা মূল্যছাড়। মিনিস্টারের ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে।

মাইক্রোওয়েভ ওভেন: বাণিজ্য মেলাতে মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেনে চলছে ৫ হাজার টাকা মূল্যছাড়। 

কিচেন এপ্লায়েন্স: মিনিস্টার রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, গ্রাইন্ডার, আয়রন এবং অন্যান্য পণ্যগুলোতেও মিলছে ৪৭% পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.

৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা এছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি। 

মিনিস্টার দিচ্ছে বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে ক্রয়কৃত পণ্যের মূল্যের মাত্র ২০% বুকিং মানি পরিশোধ করে নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে কিংবা ফ্রি হোম  ডেলিভারি সুবিধায় ক্রয়কৃত পণ্য বুঝে নেওয়ার সুযোগ।   

অফারটি সম্পর্কে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া বলেন, ‘মিনিস্টার ইলেকট্রনিকস ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মিনিস্টার ‘কোটিপতি হোন’  অফারটি বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এবং একই সাথে  দেশব্যাপী মিনিস্টারের  হাজারের অধিক  নিজস্ব শোরুম ও ডিলার পয়েন্টে একযোগে চলমান আছে। মিনিস্টার ‘কোটিপতি হোন’ অফারে বেশ কয়েকজন লাখপতি বিজয়ী পেয়েছি এছাড়াও, ফ্রিজ, টিভি ফ্রিসহ অনেকেই নানান ধরনের লক্ষ লক্ষ টাকার উপহার পেয়েছেন। আশা রাখছি খুব দ্রুত আমরা আমাদের কোটিপতির দেখা পেয়ে যাবো। এই অফারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে সাদরে গ্রহণ করেছেন।’ সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ