চাঁদপুরের হাজীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে সেলিম হোসেন (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন ওই গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। অভিযুক্তের নাম আকবর হোসেন কাজী (৬০)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সেলিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ধানের চারা রোপণের সময় কবিরাজ বাড়ির জাহাঙ্গীরের সঙ্গে একই গ্রামের আজিজ কাজীর ঝগড়া হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় আজিজের ভাই চান মিয়ার সঙ্গে জাহাঙ্গীরের ভাতিজা সেলিমের ছেলের সঙ্গে মারামারি হয়। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য সমাধানের উদ্যোগ নেন।

কিন্তু, শুক্রবার জুমার নামাজের পর জাহাঙ্গীরের ছোট ভাই সেলিমকে পিটিয়ে আহত করেন আজিজ কাজীর চাচা আকবর কাজীসহ অন্যরা। স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘‘মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অমরেশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঘটন র

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ