বিপিএল: শেষ চারে খুলনা না রাজশাহী
Published: 1st, February 2025 GMT
বিপিএলে এখন শেষের উত্তাপ। খেলার চেয়েও বাইরের ইস্যু নিয়ে খবর হচ্ছে বেশি। আলোচনা ও সমালোচনা মাথায় নিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ রাউন্ডে চলে এসেছে। আজ ঢাকা ক্যাপিটাল ও খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগের খেলা। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু সুপার ফোরের খেলা।
আজ শেষ রাউন্ডের ম্যাচ হলেও লিগ শেষ করে বিদায় নিয়েছে দুটি দল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল। সিলেট নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে ৩০ জানুয়ারি। ঢাকার একটি ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত। এই দু’দলের সঙ্গে আরেকটি দলকে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী থেকে যে কোনো এক দল বাদ পড়বে। ঢাকাকে হারালেই খুলনা উন্নীত হবে সেরা চারে। সে ক্ষেত্রে বিদায় নেবে রাজশাহী। তাই আজ রাজশাহীর সমর্থন থাকবে ঢাকার পক্ষে।
বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে হারিয়ে সেরা চারে উন্নীত হওয়ার রেস বাঁচিয়ে রেখেছে খুলনা। রংপুর জিতে গেলে রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলত। খুলনা জেতায় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও রান রেট ভালো। সেদিক থেকে ঢাকার বিপক্ষে খুলনার অলিখিত ফাইনাল আজ। কারণ এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির প্লে-অফে খেলা।
রাজশাহী ১২ পয়ন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলটির ক্রিকেটাররা অপেক্ষায় আছেন এলিমিনেটর ম্যাচ খেলার জন্য। তাসকিন আহমেদরা তাই মনেপ্রাণে ঢাকার জয় চাইবেন আজ। আরেকভাবে রাজশাহী সেরা চারে খেলতে পারে। ঢাকা-খুলনার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। টেবিলে খুলনার পয়েন্ট হবে তখন ১১। তখন রাজশাহীর থেকে ১ পয়েন্টে পিছিয়ে থাকবে।
সমীকরণের খেলা শুধু ঢাকা-খুলনার ম্যাচেই না, বরিশাল-চিটাগংয়ের ম্যাচেও থাকবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতে গেলে রান রেটের কারণে তৃতীয় স্থানে নেমে যাবে রংপুর। কোনোভাবেই তারা সেটা চাইবে না। আজ রংপুর সমর্থন করবে বরিশালকে। টেবিল টপার বরিশাল জিতলে রংপুরের লাভ। কারণ প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে তারা। হেরে গেলেও খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এই জায়গায় কৌশলগত সুবিধা নিতে পারে বরিশাল। চিটাগংয়ের বিপক্ষে দ্বিতীয় সারির খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজাতে পারে। এই সমীকরণ নিয়ে জানতে চাওয়া হলে গতকাল বরিশালের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘আমাদের চোখ শিরোপায়। কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। আমরা জয়ের ছন্দটা ধরে রাখতে চাই। কোয়ালিফায়ারে কাকে পেলাম বা কোন দলকে পাব, তা নিয়ে ভাবছি না।’ বরিশাল ধীরে ধীরে নিজেদের কম্বিনেশন ঠিক করেছে। ধারাবাহিক ভালো খেলে তারা এখন সেরা ছন্দে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়