মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প
Published: 1st, February 2025 GMT
জমশের আলির বয়স ৭৫। এক সময় কৃষি কাজ করে সংসার চালালেও বয়সের ভারে এখন আর পারেন না। বছর খানেক আগে ডান হাতের ব্যথায় সংসারের টুকটাক কাজ করাও তার জন্য কষ্টসাধ্য। টাকা পয়সার ঘাটতি থাকায় হাতের উন্নত চিকিৎসা করাতে পারেননি। তবে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খেয়েছেন। সাময়িক ব্যথা নিরাময় হলেও হাতের ব্যথার অসহ্য যন্ত্রণা তাকে তাড়া করে বেড়ায়। তবে মানিকগঞ্জে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়ে হাতের ব্যথার যন্ত্রণা কমেছে জমশের আলির। এই ক্যাম্পে বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা।
জমশের আলির মতো ৬৭ বছরের সহিতন বেগমও মেডিকেল ক্যাম্পে এসেছেন। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ভুগছেন মানসিক সমস্যায়। এইখানে মানসিক সমস্যার সমাধান পাওয়া যাবে এই খবর শুনে এসেছেন সাইকোলজিস্টের কাছে। তাকে চিকিৎসাসেবা প্রদানকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট সেলিনা আক্তার কণা বলেন, “দীর্ঘদিন ধরে সহিতন বেগম পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভুগছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার মতো অনেক রোগীই ক্যাম্পে আসছেন। একেকজনের সমস্যা একেক রকম। প্রাথমিকভাবে তাদের সাথে কাউন্সিলিং করা হচ্ছে।”
সহিতন বেগম বলেন, “ম্যালা দিন ধইরা একটা ঝামেলা নিয়া ম্যালা যন্ত্রণায় আছিলাম। ওনার লগে কথা কওনের পর একটু শান্তি পাইলাম। আরো আগে জানলে ডাক্তারের কাছে আরো আগেই যাইতাম।”
কাশেম মিয়া বলেন, “মাজার ব্যথায় ভুগতাছি। তাই এইহানে ডাক্তারের কাছে আইছি। ওনাগো চিকিৎসা অনেক ভালো। থেরাপিও ভালো, ট্যাহা লাগে না।”
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের দক্ষিণ উয়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন প্রায় দুইশ রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। ইআইএইচআরপিডি প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধীতা সনাক্তকরণ’ এই ক্যাম্পে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবাসহ দেওয়া হচ্ছে বিশেষসেবা। এ ক্যাম্পে পরামর্শ দিচ্ছেন সিআরপি থেকে আগত ডাক্তার, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।
মেডিকেল ক্যাম্পে ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী, সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো.
ঢাকা/চন্দন/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ সমস য
এছাড়াও পড়ুন:
‘দাগি’ সিনেমা দেখতে টাঙ্গাইলে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা
টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারো অস্থায়ী সিনেমা হল তৈরি করছেন তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দাগি’। ভক্তদের ভালোবাসার টানে নিজ এলাকায় যাবেন আফরান নিশো।
শুক্রবার (২ মে) থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে অস্থায়ী সিনেমা হল নির্মাণে কাজ করছেন একদল যুবক। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন তারা। এবারো সেই ভালোবাসা থেকেই ‘দাগি’ সিনেমা প্রদর্শনের জন্য নির্মাণ করছেন প্রেক্ষাগৃহ।
আরো পড়ুন:
প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি
নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগি’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারেন, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”
বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎসাহের জোয়ার বইছে ভূঞাপুরে।
ভক্তদের আয়োজনে নির্মিত অস্থায়ী এই সিনেমা হলটি তৈরি হচ্ছে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে। বিশাল স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক সুবিধার এই আয়োজন স্থানীয়দের মাঝে এক ভিন্ন আবেগ সৃষ্টি করেছে।
আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগি’ সিনেমাটি সবাই মিলে একসঙ্গে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারো আমরা তাকে দাওয়াত দিয়েছি এবং তিনি আসছেন। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”
ভক্তদের আয়োজনে একজন অভিনয়শিল্পীর সরাসরি অংশগ্রহণ, অস্থায়ী হলেও একটি হল নির্মাণ এবং সিনেমা দেখার এই উৎসব— ভূঞাপুরে যেন নতুন করে সিনেমাপ্রেমের আলো জ্বেলে দিচ্ছে।
গত কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমাগুলো নিয়েই অধিক আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।
ঢাকা/কাওছার/শান্ত