মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প
Published: 1st, February 2025 GMT
জমশের আলির বয়স ৭৫। এক সময় কৃষি কাজ করে সংসার চালালেও বয়সের ভারে এখন আর পারেন না। বছর খানেক আগে ডান হাতের ব্যথায় সংসারের টুকটাক কাজ করাও তার জন্য কষ্টসাধ্য। টাকা পয়সার ঘাটতি থাকায় হাতের উন্নত চিকিৎসা করাতে পারেননি। তবে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খেয়েছেন। সাময়িক ব্যথা নিরাময় হলেও হাতের ব্যথার অসহ্য যন্ত্রণা তাকে তাড়া করে বেড়ায়। তবে মানিকগঞ্জে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়ে হাতের ব্যথার যন্ত্রণা কমেছে জমশের আলির। এই ক্যাম্পে বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা।
জমশের আলির মতো ৬৭ বছরের সহিতন বেগমও মেডিকেল ক্যাম্পে এসেছেন। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ভুগছেন মানসিক সমস্যায়। এইখানে মানসিক সমস্যার সমাধান পাওয়া যাবে এই খবর শুনে এসেছেন সাইকোলজিস্টের কাছে। তাকে চিকিৎসাসেবা প্রদানকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট সেলিনা আক্তার কণা বলেন, “দীর্ঘদিন ধরে সহিতন বেগম পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভুগছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার মতো অনেক রোগীই ক্যাম্পে আসছেন। একেকজনের সমস্যা একেক রকম। প্রাথমিকভাবে তাদের সাথে কাউন্সিলিং করা হচ্ছে।”
সহিতন বেগম বলেন, “ম্যালা দিন ধইরা একটা ঝামেলা নিয়া ম্যালা যন্ত্রণায় আছিলাম। ওনার লগে কথা কওনের পর একটু শান্তি পাইলাম। আরো আগে জানলে ডাক্তারের কাছে আরো আগেই যাইতাম।”
কাশেম মিয়া বলেন, “মাজার ব্যথায় ভুগতাছি। তাই এইহানে ডাক্তারের কাছে আইছি। ওনাগো চিকিৎসা অনেক ভালো। থেরাপিও ভালো, ট্যাহা লাগে না।”
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের দক্ষিণ উয়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন প্রায় দুইশ রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। ইআইএইচআরপিডি প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধীতা সনাক্তকরণ’ এই ক্যাম্পে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবাসহ দেওয়া হচ্ছে বিশেষসেবা। এ ক্যাম্পে পরামর্শ দিচ্ছেন সিআরপি থেকে আগত ডাক্তার, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।
মেডিকেল ক্যাম্পে ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী, সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো.
ঢাকা/চন্দন/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ সমস য
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।