ক্রিকেটারদের পারিশ্রমিক, ফিক্সিংসহ নানা বিতর্কে জর্জরিত চলমান বিপিএল। অথচ ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়া বোর্ডের নেতারা নতুন এক বিপিএলের জোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন নানা বিতর্কে লজ্জায় পড়তে হচ্ছে দেশের ক্রিকেটকে। বিতর্কের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেছে যে, গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে ফ্র্যাঞ্চাইজি মালিকসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর পর রাতে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যা হচ্ছে, তাতে তারা বিব্রত। আর বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকারই করে নিয়েছেন, এবারের বিপিএল পারফেক্ট হচ্ছে না।
ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘এনএসসি থেকে একটি সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। ফিক্সিংয়ের যে অভিযোগ এসেছে, সেটির অনুসন্ধানে বিসিবি একটি স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিটি করবে। সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায়, আমরা বিসিবিকে করব। আমরা যত দ্রুত সম্ভব এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চিহ্নিত করেছি।’
এবারের বিপিএল যে ঠিকঠাক হচ্ছে না, সেটা স্বীকার করেছেন বিসিবি সভাপতিও, ‘এবারের বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য, তিনি আমাদের থিম সংয়ের লাইন পর্যন্ত দিয়েছিলেন। আমরা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, যদি আপনি একটি দল, কেবল রাজশাহীকে বাইরে রাখেন, তাহলে কিন্তু ইতিবাচক বলতে হবে। অভিযোগ হলো বিদেশি খেলোয়াড়ের সংকট। এটা মনে রাখতে হবে, অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে এখন।’
আগামী বছর ম্যানেজমেন্ট কোম্পানিকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। ১১ বছরের মাথায়ও বিপিএল একটি টুর্নামেন্ট হিসেবে দাঁড়াতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। এ জন্য অডিট করা হচ্ছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে বিপিএল অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান ফারুক।
খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতেও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘পারিশ্রমিক ইস্যু নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে আমি বলব, এটা একটা শিক্ষা। আগামীতে অবশ্যই এসব কাজে লাগবে। আমরা আজ রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, খেলোয়াড়দের পাওয়া দিয়ে দেবেন। যদি তিনি না করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা এটা তাঁকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি।’
পারিশ্রমিক নিয়ে চিটাগং কিংসের মালিক একজন দেশি ক্রিকেটার সম্পর্কে বাজে কথা বলেছিলেন। এ ব্যাপারে চিটাগং কিংসের মালিক ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল য ব ও ক র ড় উপদ ষ ট ফ র ক আহম দ উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক