উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল
Published: 2nd, February 2025 GMT
না, বোর্নমাউথ কোন চমক দেখাতে পারল না। মোহাম্মদ সালাহর আরেকটি রেকর্ডের রাতে থামল বোর্নমাউথের স্বপ্নযাত্রা। লিভারপুলের বিপক্ষে হারার আগে সবধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। এই স্বপ্নযাত্রায় তারা হারিয়েছিল ম্যানচেস্টার দুই দল ইউনাইটেড এবং সিটিকে। এমনকি আগের ম্যাচেই টেবিলের তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। তবে লিভারপুলের সামনে আত্মসমর্পণ করতেই হলো বোর্নমাউথকে। মূলত দুর্দান্ত ফর্মে থাকা সালাহর কাছেই হেরেছে তারা।
শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সালহার জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। তবে জিতেও স্বস্তিতে নেই অল রেডরা। দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড পেশির চোটে মাঠ থেকে বেরিয়ে যান। এদিকে বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ক্যারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলতে নামবে আর্নে স্লটের দল।
আরো পড়ুন:
সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
ইউরোপিয়ান মঞ্চে সালাহর বিশেষ ‘ফিফটি’
এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে ২৫ গোল এবং ১৭ অ্যাসিস্ট করা সালাহ বোর্নমাউথের বিপক্ষেও ছুঁয়েছেন একটা মাইলফলক। ম্যাচের প্রথম গোলটি ছিল ‘ইউরোপে সব দল’ মিলিয়ে সালাহর ৩০০তম। জোড়া গোলে যা হয়েছে ৩০১টি। আর অল রেডদের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬টি।
প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ের সুবাদে লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বোর্নমাউথ। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়া নটিংহাম ফরেস্ট ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল, ফরেস্টের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
অন্যদিকে আরনল্ডের চোটে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অলরেড বস স্লটের কপালে, “ ও আমাকে জিজ্ঞেস করেছিল তাকে বদলি করতে পারব কিনা। ও (আরনল্ড) কিছু একটা (বাজে) অনুভব করেছে।” চোটের গুরুত্ব বুঝাতে গিয়ে স্লট যোগ করেন, “এটা কখনোই ভালো না, যখন কোনো খেলোয়াড় নিজে বদলি হতে চায়।”
আরনল্ডকে স্পার্সের বিপক্ষে পাওয়া যাবে কি না, এই প্রশ্নের জবাবে স্লট জানান, “আমি অবাক হবো যদি ও বৃহস্পতিবার খেলে।”
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই