না, বোর্নমাউথ কোন চমক দেখাতে পারল না। মোহাম্মদ সালাহর আরেকটি রেকর্ডের রাতে থামল বোর্নমাউথের স্বপ্নযাত্রা। লিভারপুলের বিপক্ষে হারার আগে সবধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। এই স্বপ্নযাত্রায় তারা হারিয়েছিল ম্যানচেস্টার দুই দল ইউনাইটেড এবং সিটিকে। এমনকি আগের ম্যাচেই টেবিলের তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। তবে লিভারপুলের সামনে আত্মসমর্পণ করতেই হলো বোর্নমাউথকে। মূলত দুর্দান্ত ফর্মে থাকা সালাহর কাছেই হেরেছে তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সালহার জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। তবে জিতেও স্বস্তিতে নেই অল রেডরা। দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড পেশির চোটে মাঠ থেকে বেরিয়ে যান। এদিকে বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ক্যারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলতে নামবে আর্নে স্লটের দল।

আরো পড়ুন:

সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়

ইউরোপিয়ান মঞ্চে সালাহর বিশেষ ‘ফিফটি’

 

এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে ২৫ গোল এবং ১৭ অ্যাসিস্ট করা সালাহ বোর্নমাউথের বিপক্ষেও ছুঁয়েছেন একটা মাইলফলক। ম্যাচের প্রথম গোলটি ছিল ‘ইউরোপে সব দল’ মিলিয়ে সালাহর ৩০০তম। জোড়া গোলে যা হয়েছে ৩০১টি। আর অল রেডদের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬টি।

প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ের সুবাদে লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।  আর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বোর্নমাউথ। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়া নটিংহাম ফরেস্ট ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল, ফরেস্টের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে আরনল্ডের চোটে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অলরেড বস স্লটের কপালে, “ ও আমাকে জিজ্ঞেস করেছিল তাকে বদলি করতে পারব কিনা। ও (আরনল্ড) কিছু একটা (বাজে) অনুভব করেছে।” চোটের গুরুত্ব বুঝাতে গিয়ে স্লট যোগ করেন, “এটা কখনোই ভালো না, যখন কোনো খেলোয়াড় নিজে বদলি হতে চায়।”

আরনল্ডকে স্পার্সের বিপক্ষে পাওয়া যাবে কি না, এই প্রশ্নের জবাবে স্লট জানান, “আমি অবাক হবো যদি ও বৃহস্পতিবার খেলে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ