সান্তাহারে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ৩ বন্ধু নিহত
Published: 3rd, February 2025 GMT
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় আল হোসাইন (১৯), নেওয়াজ (২০) ও মিথুন (১৯) নামে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। আল হোসাইন দুপচাঁচিয়ার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে, নেওয়াজ একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে ও মিথুন মঞ্জুয়ারার ছেলে।
নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, “রবিবার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলা ঘুরতে যায়। মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে আছে।”
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি ঢাকা কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ৩ জন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে পুলিশ জানিয়েছেন।
মরদেহ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঢাকা/সাজু/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল হ স উপজ ল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত