প্লে অফে শক্তি বাড়াতে তারকা বিদেশিদের আনলো তিন ফ্রাঞ্চাইজি
Published: 3rd, February 2025 GMT
আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। হারলেই বাদ, এমন সমীকরণের ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করল দলটি। পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।
এলিমিনেটর রাউন্ডের ম্যাচে শক্তি বাড়িয়েছে খুলনাও। ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এই দুই ক্যারিবয়ান তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে খুলনা। এলিমিনেটর রাউন্ডের এই ম্যাচেই হোল্ডার এবং হেটমেয়ারকে মাঠে নামাবে খুলনা।
হোল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে তারা লিখেছে, 'খুলনা টাইগার্স পরিবারে একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে স্বাগতম। খুলনা টাইগার্সের হয়ে গর্জে উঠতে প্রস্তুত টয়ারিং অলরাউন্ডার জেসন হোল্ডার।'
এই ঘোষণার কিছুক্ষণ পরেই তারা হেটমেয়ারকে দলে ভেড়ানোর বিষয়টিও নিশ্চিত করে, 'পাওয়ারহিটিং খুলনা টাইগার্স দলে নতুন নাম পেল। বিস্ফোরক ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে আলো জ্বালাতে আসছেন শিমরন হেটমেয়ার।
এর আগেও হোল্ডার বিপিএলে খেললেও হেটমেয়ার এবারই প্রথম খেলতে আসছেন। গত আসরে খুলনার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন হোল্ডার। ২ ম্যাচে ২৪ রান এবং ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স ফিরছেন বরিশালের ক্যাম্পে। মায়ার্স এই আসরে গ্রুপ পর্বে কিছু ম্যাচ খেলেছিলেনও। এরপর বিপিএল ছেড়ে যাওয়া আইএল টি২০তে গিয়েছিলেন। সেখান থেকেই প্লে অফ খেলতে ফিরলেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’