সকল ধর্মে প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
Published: 3rd, February 2025 GMT
অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে সরস্বতী পূজা উপলক্ষে ‘জ্ঞানেশ্বরী আরাধনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটি ও সনাতনী শিক্ষার্থী পরিষদ এ সভার আয়োজন করে।
উপাচার্য বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আমি ছোটবেলায় লোহাগাড়ার যে গ্রামে বেড়ে উঠেছি, আমাদের বাড়ির উত্তর পাশে হিন্দু ও পূর্ব পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস ছিল। আমরা তাদের উৎসবে যেতাম, তারাও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসত। এ সম্প্রীতিই আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য।”
তিনি বলেন, “আমাদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে সত্য, সুন্দর, সম্প্রীতি ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ আগামী গড়ে তুলব।”
নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড.
বিদ্যার দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে উপাসনালয়ে প্রতিমা স্থাপন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, গীতি ও নৃত্য আলেখ্য, ধর্মীয় কুইজ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫