Samakal:
2025-09-18@01:44:40 GMT

গণগ্রন্থাগার এখন পুলিশ স্টেশন

Published: 3rd, February 2025 GMT

গণগ্রন্থাগার এখন পুলিশ স্টেশন

যেখানে বসে জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বিচরণ করার কথা ছিল পাঠকের, সেটি এখন পুলিশ ও অপরাধীদের বিচরণ ক্ষেত্র। আড়াইহাজারের গণগ্রন্থাগারটি এখন পুলিশ স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কবে নাগাদ এটি জ্ঞান আহরণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে তা জানাতে পারেনি প্রশাসন।
আগামীকাল ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। ২০১৮ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়। জনগণের পাঠাভ্যাস সৃষ্টির লক্ষ্যে ও সরকারি-বেসরকারি গ্রন্থাগারগুলোর কার্যক্রম গতিশীল করতে দিবসটি উদযাপন করা হয়ে থাকে। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই। মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এবং লালনপালনকারী হিসেবে গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের গুরুত্ব বিবেচনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ২০২১ সালে নির্মাণ করা হয় গণগ্রন্থাগার।
জেলা পরিষদ সূত্র জানিয়েছে, জেলা পরিষদের অর্থায়নে দোতলা গ্রন্থাগার ভবনটিতে রয়েছে আধুনিক সব প্রকার সুযোগ-সুবিধা। পর্যাপ্ত এসি ছাড়াও আলো বাতাসের জন্য জানালা রাখা হয়েছে। ভেতরে খোলামেলা জায়গা থাকায় আরামদায়ক পরিবেশে পাঠকরা বই পড়তে পারতেন। অথচ জেলা পরিষদের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত গণগ্রন্থাগারটি চালু হওয়ার আগেই এখন ব্যবহৃত হচ্ছে পুলিশ স্টেশন হিসেবে।
এ উপজেলার জ্ঞানপিপাসু ও পাঠানুরাগীরা এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, গণগ্রন্থাগারকে পুলিশ স্টেশন হিসেবে ব্যবহার করা সুবিবেচনাপ্রসুত কোনো কাজ হয়নি। এর জন্য অন্য কোনো ভবন বেছে নেওয়া যেত। তারা শিগগির গণগ্রন্থাগারটি সর্বসাধারণের চালু করার দাবি জানিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ৫ আগস্ট বিকেলে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে গেলে যে যেভাবে পেরেছে, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে অস্ত্র ও মালপত্র লুট করে নিয়ে গেছে। থানা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়ে। প্রথমে থানার কার্যক্রম অস্থায়ীভাবে গোপালদী তদন্ত কেন্দ্রে স্থানান্তরিত হলেও সেটি আড়াইহাজারের একেবারে সীমান্ত এলাকায় হওয়ায় সেখান থেকে গত ২২ আগস্ট উপজেলা সদরে গণগন্থাগারে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করা হয়েছে। 
সাংবাদিক, গবেষক ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল বলেন, এ গণগ্রন্থাগারটি আড়াইহাজারের শিল্প-সাহিত্যমনা ব্যক্তিদের মধ্যে আশা জাগিয়েছিল। তাই দ্রুত গণগ্রন্থাগারটি চালু করে সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি। 
উপজেলার একমাত্র সরকারি নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগার ‘আলোর পথযাত্রী’ পাঠাগারটি গত বছরের ৫ আগস্ট রাতে দুর্বত্তদের হামলার শিকার হয়। দুর্বত্তরা পাঠাগারের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কয়েক হাজার বই-পুস্তকসহ অন্যান্য মূল্যবান আসবাব নষ্ট করে।
আলোর পথযাত্রী পাঠাগারের সাধারণ সম্পাদক হাসনাত ভূইয়া জানান, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সরবরাহ করা বই নিয়ে পাঠাগারটি গড়ে তোলা হয়েছিল। তা এখন ধ্বংসস্তূপ। তারা নতুন উদ্যোম নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। 
আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন জানান, পুলিশ স্টেশনের জন্য টেন্ডার হয়ে গেছে। দ্রুত কাজ শুরু হবে। কাজ শেষ হলে পুলিশ স্টেশন তাদের নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। কবে গণগ্রন্থাগারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে সে ব্যপারে কোনো দিনক্ষণ তিনি জানাতে পারেননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য উপজ ল সরক র ব যবহ

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ