বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন জিমি নিশাম। শিরোপা জিততে পারেননি। শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এবার সেই বরিশালের হয়েই নিজের অধরা মিশন সমাপ্ত করতে আসছেন সাবেক কিউই অলরাউন্ডার।
বিপিএলের ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে বরিশাল। নিশামকে কেবল ফাইনালের জন্যই উড়িয়ে এনেছে শিরোপাধারীরা। শক্তি ও সামর্থ্যে বরিশাল পিছিয়ে ছিল না। ফাইনালের আগে চমক হিসেবে অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন। এবার চমকটা তারা আরো বাড়িয়ে দিল। ফাইনাল খেলতে পেস বোলিং অলরাউন্ডার নিশাম এখন ঢাকার পথে। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে রওণা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে এতদিন ব্যস্ত ছিলেন।
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.
এদিকে প্রথম কোয়ালিফায়ারে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলির ওপরে তারা ভরসা করতেই পারে ফাইনালে। এছাড়া কাইল মেয়ার্স তাদের একাদশে ফিরেছেন। গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে চার বিদেশী খেলোয়াড় নির্বাচন নিয়ে নিশ্চিতভাবেই ভাবতে হবে অধিনায়ক তামিমকে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন:
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার
ঢাকা/নুর/বকুল