নাটোরে মহাসড়কে বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুতুল দাহ
Published: 4th, February 2025 GMT
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে নবগঠিত নাটোর জেলা বিএনপির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা আবুল কাশেমের কুশপুতুল দাহ করেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের দত্তপাড়া এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানা বলেন, “নতুন যে জেলা বিএনপির কমিটি হয়েছে, সেখানে আবুল কশেম নামে একজনকে সদস্য করা হয়েছে। তিনি যে বিএনপি করেন এটাই আমরা জানি না। তাকে গত ১৭ বছরে দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। তাকে কমিটিতে রাখায় হতাশ হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। তাই আমরা বলতে চাই, ১ সেকেন্ডের জন্যও কাসেমকে দত্তপাড়ার মাটিতে দাঁড়াতে দেব না। আমাদের নেতা তারেক রহমানের কাছে আবেদন জানাই, দ্রুত নাটোর জেলা কমিটি সংশোধন করে কমিটিতে ত্যাগীদের স্থান দেওয়া হোক।”
আরো পড়ুন:
স্টল বরাদ্দের দাবিতে বরিশালে ফল ব্যবসায়ীদের বিক্ষোভ
নাটোরে বিএনপির ৩ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ
সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোন্তাজ আলী প্রামাণিক বলেন, “আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনে শিমুলের নির্বাচন করেছেন কাশেম। আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা ছিলেন তিনি। অথচ তাকে করা হয়েছে জেলা বিএনপির সদস্য। ১৭ বছর কোথাও তাকে দেখিনি। তিনি কীভাবে পদ পেলেন। আমরা তাকে নাটোরের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করলাম।”
এ সময় জেলা শ্রমিকদলের সহ-সভাপতি হানিফ মোল্লা, বড় হরিশপুডর ইউনিয়ন শ্রমিকদের সভাপতি গোলাপ মোল্লা, দত্তপাড়া শাখা অফিসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য আবুল কাশেম বলেন, “২০১৩ সালে দিনাজপুরে দুলু (রুহুল কুদ্দুস তালুকদার দুলু) সাহেবের নির্দেশে আমার ওপর হামলা হয়েছিল। পরে এয়ার অ্যাম্বুলেন্সে আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল। বিষয়টি তারেক রহমানসহ সবাই জানতেন। পরে ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছেন, এখন থেকে তোমার আর নাটোরে যাওয়ার দরকার নেই। তুমি ঢাকায় রাজনীতি করো। আমার বর্তমান পোস্ট হচ্ছে, আমি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা। সেই সঙ্গে ২০১৩ সাল থেকে পুরো গাজীপুরের দায়িত্বে রয়েছি আমি।”
ঢাকা/আরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র সদস য
এছাড়াও পড়ুন:
গ্রিন ডিল পলিসি–আরএসএফ–এনভিডিয়া কী
১. গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?
ক. ১ নভেম্বর ২০২৫
খ. ২ নভেম্বর ২০২৫
গ. ৪ নভেম্বর ২০২৫
ঘ. ৫ নভেম্বর ২০২৫
উত্তর : খ. ২ নভেম্বর ২০২৫
২. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে—
ক. পূর্ণ মন্ত্রীর সমান
খ. মুখ্য সচিবের সমান
গ. প্রতিমন্ত্রীর সমান
ঘ. উপমন্ত্রীর সমান
উত্তর : ক. পূর্ণ মন্ত্রীর সমান
৩. নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা—
ক. ১২ কোটি ৭৬ লাখ
খ. ১৩ কোটি ১২ লাখ
গ. ১২ কোটি ৮ হাজার
ঘ. ১৩ কোটি ৫৫ হাজার
উত্তর : ক. ১২ কোটি ৭৬ লাখ
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পদ ১০,২১৯, ধূমপানের অভ্যাস থাকলে আবেদন নয়৮ ঘণ্টা আগে৪. সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদান আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১১ সালে
ঘ. ২০১৩ সালে
উত্তর : গ. ২০১১ সালে
৫. এল-ফাশের শহরটি কোন দেশে অবস্থিত?
ক. মিশর
খ. লিবিয়া
গ. সুদান
ঘ. দক্ষিণ সুদান
উত্তর : গ. সুদান (সুদানের উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশের)
৬. সম্প্রতি সুদানের এল-ফাশের শহরে সংঘটিত গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী—
ক. বোকো হারাম
খ. আল শাবাব
গ. আবু সায়াফ গ্রুপ (ASG)
ঘ. র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)
উত্তর : ঘ. র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) (আধা-সামরিক বাহিনী RSF গঠিত হয় ২০১৩ সালে)
৭. সুদানের আধা-সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর কমান্ডার –
ক. জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান
খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো
গ. জেনারেল ওমর আল-বশির
ঘ. সাদিক আল-মাহাদি
উত্তর: খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো (জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট।)
৮. একক সভ্যতার সংগ্রহীত নিদর্শন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর—
ক. ল্যুভর মিউজিয়াম
খ. দ্য ব্রিটিশ মিউজিয়াম
গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম
ঘ. দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
উত্তর: গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম
৯. মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানির জন্মস্থান কোথায়?
ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ. মুম্বাই, ভারত
গ. টরন্টো, কানাডা
ঘ. কাম্পালা, উগান্ডা
উত্তর: ঘ. কাম্পালা, উগান্ডা
১০. সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক সিটির কোন পদে নির্বাচিত হয়েছেন?
ক. সিনেটর
খ. মেয়র
গ. গভর্নর
ঘ. অ্যাসেম্বলিম্যান
উত্তর: খ. মেয়র
আরও পড়ুনপল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ৬৮৩ ঘণ্টা আগে১১. জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP–30 অনুষ্ঠিত হবে –
ক. প্যারিস, ফ্রান্স
খ. টোকিও, জাপান
গ. রিও ডি জেনিরো, ব্রাজিল
ঘ. বেলেম, ব্রাজিল
উত্তর: ঘ. বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫)
১২. ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র নয় কোনটি?
ক. তিতাস একটি নদীর নাম
খ. মেঘে ঢাকা তারা
গ. কোমল গান্ধার
ঘ. জীবন থেকে নেওয়া
উত্তর: ঘ. জীবন থেকে নেওয়া
১৩. বর্তমানে বাজার মূলধনে বিশ্বের শীর্ষ কোম্পানি –
ক. অ্যাপল
খ. মাইক্রোসফট
গ. অ্যালফাবেট
ঘ. এনভিডিয়া
উত্তর : ঘ. এনভিডিয়া (বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে।)
১৪. ‘গ্রিন ডিল (Green Deal)’ পলিসি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?
ক. জাতিসংঘ
খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. আসিয়ান
ঘ. ওপেক
উত্তর: খ. ইউরোপীয় ইউনিয়ন
১৫. ‘বাগরাম বিমানঘাঁটি’ আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত?
ক. পারওয়ান
খ. বলখ
গ. বাগলান
ঘ. কান্দাহার
উত্তর: ক. পারওয়ান
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা৫ ঘণ্টা আগে