পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেন, দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসইস

এছাড়াও পড়ুন:

আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।

সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • শেয়ারবাজারের মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ
  • ‘জেড’ ক্যাটাগরিতে নামলো গ্লোবাল ইসলামী ব্যাংক
  • এশিয়ান টাইগার ফান্ডকে বেমেয়াদীতে রূপান্তরের আবেদন বাতিল
  • বিপ্লবে আত্মাহুতি শিক্ষার্থীদের স্মরণে ‘ভিডিও প্রতিযোগিতা’
  • পুঁজিবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ না দেওয়ার সুপারিশ
  • আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি