চোটের ছোবলে ‘জরুরি অবস্থা’ রিয়ালে
Published: 5th, February 2025 GMT
আগামী সাত দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদের। লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে আগামী মঙ্গলবার রাতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এ দুটি ম্যাচেই দলের দুই সেন্টারব্যাক ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগারকে পাচ্ছেন না মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। মাংসপেশিতে চোট পেয়েছেন রুডিগার ও আলাবা ভুগছেন অ্যাডাক্টরের (ঊরুর পেশি) চোটে।
আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ২ ঘণ্টা আগেচোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন আলাবা ও রুডিগার। রক্ষণে অভিজ্ঞতার ঘাটতি পড়ায় রিয়ালে তাই জরুরি অবস্থা জারি করেছেন আনচেলত্তি। জানিয়ে দিয়েছেন, রিয়াল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে। তবে আনচেলত্তির দুঃসংবাদ এখানেই শেষ নয়।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ২টায় লেগানেসের মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে পাচ্ছে না দলটি। কারণ? দুজনেই চোট পেয়েছেন। অর্থাৎ লেগানেসের বিপক্ষে এমবাপ্পে, বেলিংহাম, আলাবা, রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।
বেলিংহামও চোটে পড়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//