চোটের ছোবলে ‘জরুরি অবস্থা’ রিয়ালে
Published: 5th, February 2025 GMT
আগামী সাত দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদের। লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে আগামী মঙ্গলবার রাতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এ দুটি ম্যাচেই দলের দুই সেন্টারব্যাক ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগারকে পাচ্ছেন না মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। মাংসপেশিতে চোট পেয়েছেন রুডিগার ও আলাবা ভুগছেন অ্যাডাক্টরের (ঊরুর পেশি) চোটে।
আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ২ ঘণ্টা আগেচোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন আলাবা ও রুডিগার। রক্ষণে অভিজ্ঞতার ঘাটতি পড়ায় রিয়ালে তাই জরুরি অবস্থা জারি করেছেন আনচেলত্তি। জানিয়ে দিয়েছেন, রিয়াল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে। তবে আনচেলত্তির দুঃসংবাদ এখানেই শেষ নয়।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ২টায় লেগানেসের মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে পাচ্ছে না দলটি। কারণ? দুজনেই চোট পেয়েছেন। অর্থাৎ লেগানেসের বিপক্ষে এমবাপ্পে, বেলিংহাম, আলাবা, রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।
বেলিংহামও চোটে পড়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//