মাদক মামলায় মায়ের সঙ্গে কারাগারে তিন বছরের ইব্রাহিম
Published: 5th, February 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় নাছরিন আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু ছেলে ইব্রাহিমকেও। একই মামলায় নাজমা বেগম ও রুবেল হোসেন নামে দুজনকেও কারাগারে পাঠানো হয়। আজ বুধবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কার, ৪০ কেজি গাঁজা গাজা ও ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে এমন সংবাদ পায় আক্কেলপুর থানা-পুলিশ। পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটির গতি রোধ করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার রুবেল হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের নাজমা বেগম এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের নাসরিন আক্তার। নাজমা বেগমের নামে আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
ইব্রাহিমের মা নাসরিন আক্তার বলেন, কয়েকদিন আগে তার স্বামী রাকিব হোসেন মারা যান। তিনিও মাদক কারবারী ছিলেন। দারিদ্রতার কারণে স্বামীর এক সহযোগীর পরামর্শে নেমে পড়েন এ কাজে। দুই হাজার টাকার চুক্তিতে কুমিল্লা থেকে গাঁজার চালান আনছিলেন তারা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
আবেদন যেভাবে—
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫