তিনি আমির, শাহরুখ বা সালমান খান নন। হিন্দি সিনেমার বড় তিন তারকার মতো জনপ্রিয়তাও নেই তাঁর। তবে তিনি নিজেকে যেভাবে বারবার ভেঙেছেন, নানা ধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিয়েছেন; প্রথম সারির কম অভিনেতাই সেটা করেছেন। হচ্ছিল সাইফ আলী খানের কথা; হামলার ঘটনার পর যিনি এই মুহূর্তে অন্যতম আলোচিত বলিউড তারকা।

দিল চ্যাহতা হ্যায়’ সিনেমায় সাইফ আলী খান। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ