বগুড়ার শিবগঞ্জে ইটভাটার জন্য জমি পত্তন নিয়ে দখলের পাঁয়তারার প্রতিবাদ করায় এক কৃষককে মারধর করা হয়েছে। ইটভাটা মালিক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক আব্দুল আলিম। শিবগঞ্জ থানায় এই অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, পূর্ব জাহাঙ্গীরাবাদ মৌজায় কৃষক আব্দুল আলিমের এক বিঘা জমি রয়েছে। সেখানে তিনি চাষাবাদ করে আসছিলেন। জমির পাশেই ইটভাটা গড়ে তোলায় ফসল হচ্ছিল না। বাধ্য হয়ে জমিটি ইটভাটা মালিক মোসলেম উদ্দিনকে বার্ষিক ২০ হাজার টাকা চুক্তিতে পত্তন দেন। মোসলেম কিছু দিন পত্তনের টাকা দেওয়ার পর আরেক ইটভাটা মালিক আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাছে লিজ দেন। এ বিষয়টি জানতে পেরে আব্দুল আলিম তাঁর জমি ফিরিয়ে দিতে বলেন মান্নানকে। তিনি ওই জমি বেদখল করার চেষ্টা করছেন। গতকাল সকালে আলিম জমিতে গেলে লোকজন দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

মামলা বা হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ইটভাটা মালিক আব্দুল মান্নান। তাঁর দাবি, আব্দুল আলিমকে এক বছরের টাকা দেওয়া হয়েছে। এই জমি আব্দুর রহিম নামে আরেক কৃষকও নিজের বলে দাবি করেছেন। এক জমির দুই দাবিদার হওয়ায় পত্তনের টাকা আপাতত দেওয়া বন্ধ রেখেছি। বিরোধ নিষ্পত্তি হলে প্রকৃত মালিককে টাকা অথবা জমি বুঝিয়ে দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইটভ ট

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ