একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমনে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন। ২০১৫ সালে ১৯৬টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে এবং বিশ্ব উষ্ণায়নের খারাপ প্রভাব রোধ করতে গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। প্যারিস চুক্তি, গ্লাসগো অ্যাকর্ড এবং অন্যান্য পরিবেশ রক্ষায় গৃহীত চুক্তি, প্রটোকল, কনভেনশনের কার্যকারিতা-সংশ্লিষ্ট দেশের প্রাতিষ্ঠানিক মানের ওপর অনেকাংশে নির্ভরশীল। বহু ক্ষেত্রে এসব চুক্তিতে স্বাক্ষর করেও অনেক রাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করে। রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলো কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাসের জন্য কাজ করার ম্যান্ডেটধারী এবং সে জন্য পরিবেশগত আইনের বিকাশ ও প্রয়োগের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। এসব প্রতিষ্ঠানের মধ্যে থাকতে পারে সরকার, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো নানা কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয়। 

আমরা প্রায়ই দেখি, যাদের কাজ পরিবেশ রক্ষা করা তারাই পরিবেশের বেশি ক্ষতি করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোও রয়েছে। বাংলাদেশে ‘ফ্লাড অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়ন করতে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি কিংবা চকরিয়া সুন্দরবন ধ্বংসে আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগ ছিল। আর সেখানে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত সরকার ও নীতিনির্ধারকদের ভুল রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন ছিল।  

টেকসই বাস্তুসংস্থানের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিরূপণ করতে গিয়ে গবেষকরা আইনের শাসন ও দুর্নীতিকে পরিমাপের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেন। পরিবেশ রক্ষায় গৃহীত নীতি প্রয়োগের ক্ষেত্রে দরকার নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো, যেগুলোর সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা যুক্ত।

রাজনৈতিক স্থিতিশীলতা বলতে সরকারের ক্ষমতায় থাকাকালীন তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষমতা বোঝায়। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক স্থিতিশীলতা একটি জাতির কার্বন ডাই-অক্সাইড নির্গমনের মাত্রার ওপর বিভিন্ন প্রভাব ফেলে। একটি স্থিতিশীল, যোগ্য সরকারই কেবল কোনো স্বার্থ দ্বারা প্রভাবিত না হয়ে পরিবেশবান্ধব নীতি প্রণয়ন ও তা আরোপ করার ক্ষমতা রাখে এবং সেখান থেকে ভালো ফল আসে।  

ব্রাজিলে পরিচালিত এক গবেষণার ফলাফলে দেখা যায়, দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার কারণে সেখানে নির্গমনের মাত্রা কমে গেছে। ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিচালিত সৌদি আরবের অন্য গবেষণার তথ্য-উপাত্তমতে, সেখানে রাজনীতি স্থিতিশীলতার সঙ্গে কার্বন নির্গমন হ্রাসের একটি সম্পর্ক রয়েছে বলে উঠে এসেছে। রাজনীতিক, নীতিনির্ধারকের প্রশাসনিক স্বচ্ছতা না থাকলে সেখানে দুর্নীতি বাসা বাঁধে এবং এ ক্ষেত্রে ভঙ্গুর প্রশাসন প্ররোচক লবিস্ট দ্বারা প্রভাবিত হয়ে ঘুষের মাধ্যমে পরিবেশ-সংশ্লিষ্ট অপরাধকে জায়েজ করে দিতে পারে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা পরিবেশদূষণ কমিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, অস্থিতিশীল শাসন ব্যবস্থা দেশি-বিদেশি প্রভাবে এবং পরিবেশ রক্ষায় শক্তিশালী আইন প্রণয়ন, দূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণ কিংবা পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে বাধাগ্রস্ত হয়। 

রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রগুলোতে বিনিয়োগে আগ্রহ যেমন কম থাকে, তেমনি আন্তর্জাতিক সহযোগিতাও কম। রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক করপোরেশনগুলোকে বিনিয়োগে উৎসাহিত করে। এ কারণে রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে, জলবায়ু বিপর্যয়কে আরও জরুরিভাবে নিয়ন্ত্রণ করতে সরকারকে চাপ দেবে। এভাবে সুশাসন দ্বারা পরিচালিত ও রাজনৈতিকভাবে স্থিতিশীল রাষ্ট্রে পরিবেশ রক্ষার কর্মকাণ্ড বেগবান হয়। 

আমরা অনেক আলোচনায় পরিবেশ রক্ষায় কিংবা দূষক নির্গমন প্রশমনে গণতান্ত্রিক রাজনৈতিক পন্থাকে উত্তম বলে উল্লেখ করেছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায়ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেখানে পুরো ব্যবস্থাই অনিশ্চিত হয়ে পড়ে। নির্দিষ্ট রাষ্ট্রে এই স্থিতিশীলতা যেমন প্রয়োজন, তেমনি বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিশালী রাষ্ট্রগুলোয় কী ধরনের রাজনৈতিক চর্চা বিদ্যমান, সেটারও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিপক্ষ মার্কিন ক্যাপিটল বিল্ডিং আক্রমণ করে এবং ভাঙচুর চালায়, যেটি দেশটির ইতিহাসে বিরল। গণতান্ত্রিক দেশ আমেরিকায় এমন রাজনৈতিক সংস্কৃতি বিশ্বে টেকসই উন্নয়নের পথে বিরাট বাধা বলে মনে করা হয়। কারণ দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আন্তর্জাতিক অনেক নীতিনির্ধারণের সম্পর্ক রয়েছে। 

গণতন্ত্র আইন ব্যবস্থা দ্বারা পরিচালিত এবং জনগণের সম্মতির ওপর নির্মিত রাজনৈতিক স্থিতিশীলতার সর্বোচ্চ সম্ভাবনা প্রদান করে। এখানে স্বৈরাচারীর ‘পেশিশক্তি’ নয়, জনগণের সম্মতিই প্রকৃত রাজনৈতিক স্থিতিশীলতার উৎস। জলবায়ু সংকট মোকাবিলা এবং পৃথিবীকে ধ্বংস না করে অর্থনৈতিক বন্দোবস্ত যেমন প্রয়োজন এবং তেমনি তার মোকাবিলায় দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা কেবল কিছু আইন দ্বারা নির্ধারিত হয় না, বরং সেই আইনের প্রয়োগ এবং এর পবিত্রতা রক্ষার মাত্রার ওপর নির্ভর করে। এটিকে অনেকটা সামাজিক গঠন কিংবা বন্ধন হিসেবেও অভিহিত করা যায়।

ট্রাম্প নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের অব্যবহিত পরে  আমেরিকা কর্তৃক আন্তর্জাতিক সহযোগিতা স্থগিতকরণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজ দেশকে গুটিয়ে নেওয়া টেকসই উন্নয়নের পথে বাধা এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর বাইরে রাশিয়া, চীনসহ অন্যান্য রাষ্ট্রের রাজনীতি ও টেকসই উন্নয়নের পথে প্রভাব বিস্তার করে আসছে। আঞ্চলিক পরিসরে চিন্তা করলেও দেখা যাচ্ছে, দক্ষিণ এশিয়ায়  রাজনৈতিক টানাপোড়েনে রাষ্ট্রগুলোর মধ্যে যেমন দূরত্ব সৃষ্টি হচ্ছে, তেমনি দিন দিন সংঘাতের আশঙ্কা স্পষ্ট হচ্ছে। মিয়ানমারে চলমান দীর্ঘ সংঘাতে ইতোমধ্যে সেখানকার পরিবেশ-প্রতিবেশ বিপন্ন এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ থাকায় বিপর্যয়ের মুখে দেশটি। 

বিশ্বব্যাপী মানবিক কর্মসূচি বাস্তবায়ন, স্থিতিশীল রাজনীতি এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই কেবল বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থাকা বিশ্বকে টেকসই পথে পরিচালিত করা যায়। 

ড.

এ এস এম সাইফুল্লাহ: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। [email protected]
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র র জন ত ক পর চ ল ত পর ব শ র ন র গমন ব যবস থ ক র বন র ওপর সরক র গ রহণ ক ষমত

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গত চার দিনে ১২ শিশুর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এর মধ্যে গত চার দিনে ১২ শিশুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার সাত শিশুর জামিন আবেদনের শুনানি হয়। গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে সোম ও মঙ্গলবার পাঁচ শিশুর জামিন আবেদন করা হয়। তাদের জামিন নামঞ্জুর করা হয়। ওই পাঁচজনের জামিন আবেদন করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে।

কারাগার সূত্র জানায়, গত ১৬ জুলাই সংঘর্ষের পর ১৭ ও ১৮ জুলাই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ শিশুকে আটক করে পুলিশ। ১৮ জুলাই তাদের আদালতে হাজির করে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২১ জুলাই তাদের যশোরের পুলেরহাট শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স, ঠিকানা পরিষ্কারভাবে উল্লেখ নেই। তবে গতকাল পর্যন্ত ১২ শিশুর নাম ও পরিচয় শনাক্ত হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে চার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানদের কোনো ধরনের তদন্ত ছাড়াই আটক করা হয়েছে।

আরও পড়ুনগ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ২৭ জুলাই ২০২৫

একজন শিশুর বাবা বলেন, ‘সংসারে অভাব–অনটন, নিজেরাই সংসার চালাইতে পারি না। আমার কষ্ট দেখে ছেলে রাজমিস্ত্রির কাজে যোগ দেয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার রমজান শেখ নামের একটা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। কাজের সময় পুলিশ তাদের ধরে নিয়ে যায়।’

আরেক শিশুর ভ্যানচালক বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ, কোথাও কোনো কাইজের মধ্যে নেই। তিনডা ছেলে, বড়টা একটা মাদ্রাসার শিক্ষক। ছোট দুইডা এখনো পড়ে। যারে ধরছে, সে সবার ছোট। ওই দিন সকালে আমার মাদ্রাসায় গেছে, পরীক্ষা ছিল। পরে দুপুরের আগে আমি নিজে যাইয়ে নিয়ে আসছি। সেদিন বাড়িতেই ছিল। পরের দিনও সারা দিন বাড়ি ছিল, সেদিন তো কারফিউ ছিল। আসরের নামাজের পর আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে গেছে চটপটি খাইতে। পাশে মাদ্রাসার সামনেই চটপটির দোকান বসে। সেই হান দে ওরে ধইরে নিছে।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘ধরার ঘণ্টাখানেক পর থানা থেইকা ফোন দিছে, কয় ছেলে ধরা হইছে। আমরা থানায় গিয়া অনেক কইছি, ও তো কোথাও যায় না, কোনো গ্যাঞ্জামের ছেলে না। মাদ্রাসায় পড়ে। কিন্তু কেউ কিছুই শুনল না। ছেলেরে ছাড়ায় আনতে অনেক জায়গায় দৌড়াইছি।’ তিনি জানান, এ ঘটনার পর থেকে তাঁদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।

এ ছাড়া জামিনের আশ্বাস দিয়ে কয়েকজন লোক তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন একজন অভিভাবক।

আরও পড়ুনগোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরও একটি মামলা, আসামি ৪৭৭ জন৩১ জুলাই ২০২৫

গ্রেপ্তার এক শিশুর আইনজীবী ফিরোজা বেগম বলেন, ১৬ জুলাই সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই শিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় দ্রুত তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি তৌফিকুল ইসলাম বলেন, শিশুরা অল্প সময় আগে গ্রেপ্তার হয়েছে, এখনো তদন্ত চলছে। তাই হয়তো বিচারক জামিন নামঞ্জুর করেছেন। এ মামলায় এখনো কারও জামিন হয়নি।

আরও পড়ুনগোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন ১৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ