চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য সুখবর। এত দিন অর্থের বিনিময়ে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওয়েব সার্চ–সুবিধা ব্যবহারের সুযোগ মিললেও এবার সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করেছে ওপেনএআই। এর ফলে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীরাও চাইলে ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য জানতে পারবেন।

ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটির ওয়েব সার্চ–সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টারনেটে আরও সহজে কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। সবার জন্য উন্মুক্ত হওয়ায় এখন থেকে যেকোনো ব্যবহারকারী আরও গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। এ ছাড়া প্রতি চ্যাটের সঙ্গে উৎস হিসেবে সংবাদ প্রতিবেদন ও ব্লগ পোস্টের লিংকও দেওয়া থাকবে। ব্যবহারকারী শুধু সোর্স বাটনে ক্লিক করলেই তথ্যের প্রাসঙ্গিক উৎস দেখতে পারবেন।

আরও পড়ুনক্যাপচা সমাধানে মানুষের মতোই দক্ষ হয়ে উঠেছে চ্যাটজিপিটি২৭ জানুয়ারি ২০২৫

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওয়েব সার্চ–সুবিধা চালু করে ওপেনএআই। চ্যাটজিপিটির ওয়েবসাইটের পাশাপাশি আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যেকোনো যন্ত্র থেকে এ সুবিধা ব্যবহার করা যায়।

ওপেনএআই জানিয়েছে, নতুন এই সার্চ প্রযুক্তি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর ফলে ইন্টারনেটে আরও সহজে কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। এর ফলে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে না।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র র জন য

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ