বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম কিংস। ওই রান তাড়ায় তামিম-হৃদয় ৭৬ রানের জুটি গড়েন। এরপর জোড়া ব্রেক থ্রু দিয়েছেন শরিফুল। তামিম ও ডেভিড মালানকে ফিরিয়েছেন তিনি। 

ফরচুন বরিশাল ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। ক্রিজে থাকা হৃদয় ২২ বলে ২০ রান করেছেন। তার সঙ্গী কাইল মায়ার্স। তামিম ২৯ বলে ৫৪ করে ফিরেছেন। নয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। মালান ১ রান করে আউট হয়েছেন।

এর আগে ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কা আসে। তার সঙ্গে জুটি গড়া পারভেজ ইমন ৪৯ বলে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ৩০ বলে ফিফটি করা ইমন শেষের দিকে বাউন্ডারি হাঁকাতে পারেননি। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও চারটি ছক্কা। 

চট্টগ্রামের হয়ে গ্রাহাম ক্লার্কও ঝড়ো ব্যাটিং করেন। তার ব্যাট থেকে ২৩ বলে ৪৪ রান আসে। তিনি তিনটি ছক্কা মারেন। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলা তার ইনিংসে চার ছিল দুটি। দারুণ বোলিং করেছেন বরিশালের মোহাম্মদ আলী। ১ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ