মানুষের হয়ে অনলাইন বৈঠকে অংশ নেবে এআই ক্লোন
Published: 8th, February 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য বিশ্লেষণ, স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো বা ই–মেইলের খসড়া লেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এই প্রযুক্তি এখন মানুষের বদলে সরাসরি অনলাইন বৈঠকে অংশ নেওয়ার ক্ষমতাও অর্জন করেছে। শুনতে অবাক লাগলেও নিজের এআই ক্লোন তৈরি করে অনলাইন বৈঠকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে পিকল নামের একটি এআই টুল। এআই টুলটি নির্দিষ্ট ব্যক্তির এআই ক্লোন তৈরি করে ভিডিও কলে মানুষের মতো কথা বলতে পারে। এমনকি অন্যদের বক্তব্যে প্রতিক্রিয়াও জানাতে পারে।
পিকল এআই টুল নিয়ে এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অদিত শেঠ নামের এক ব্যক্তি জুম কলে অংশ নিয়ে স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি নিজেই জানান, অনলাইন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তির ছবিটি আসলে তাঁর চেহারার আদলে তৈরি এআই ক্লোন।
আরও পড়ুন‘ডিপফেক’ ভিডিও কী, যেভাবে বুঝবেন এটা ভুয়া০৭ নভেম্বর ২০২৩পিকলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি আগে ধারণ করা কোনো ভিডিও প্রচার করে না। এটি ব্যবহারকারীর কণ্ঠস্বর ও মুখাবয়বের সঙ্গে সামঞ্জস্য রেখে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করে কথা বলতে এবং প্রতিক্রিয়া দেখাতে পারে। ফলে এটি দেখে বোঝার উপায় নেই পর্দায় থাকা ব্যক্তি অনলাইন বৈঠকে উপস্থিত নেই।
আরও পড়ুনএআই দিয়ে কণ্ঠ নকল, অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা৩০ ডিসেম্বর ২০২৩পিকলের মাধ্যমে নিজের এআই ক্লোন তৈরি করে সহজেই প্রাতিষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব। এর ফলে কাজে ব্যস্ত থাকার সময় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আলোচনা এআই ক্লোনের মাধ্যমে সহজেই করা যাবে।
পিকল এআই টুল সময় ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করলেও এআই ক্লোনের কারণে প্রাতিষ্ঠানিক গোপনীয়তা ও নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে কেউ নিজের পরিচয় গোপন রেখে বা অন্যের পরিচয় ব্যবহার করে এআই ক্লোন তৈরি করে অন্যদের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
আরও পড়ুনএআই দিয়ে তৈরি নিজের ছেলের নকল কণ্ঠ চিনতে পারলেন না পিতা০৪ অক্টোবর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এআই ক ল ন ত র এআই ট ল
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত