আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কী খেলে কী হবে, কোন রোগ কিসে সারবে, এমন অনেক কিছুই বলে দেন তাঁরা। এসব ইনফ্লুয়েন্সারের অনেক অনুসারী। যাঁদের কেউ কেউ এসব কথা যাচাই-বাছাই না করেই বিশ্বাস করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিশ্বাস করলে কত বড় বিপদ হতে পারে, সে বার্তা দিতেই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘অ্যাপল সিডার ভিনেগার’। গত ৬ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই আলোচনায় ছয় পর্বের সিরিজটি।  

বিতর্ক কী নিয়ে
অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকে শুনে থাকবেন। এই তরুণী আলোচনায় আসেন একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে, পরে লেখেন রান্নার বই। অনুসারীদের কাছে বেল পরিচিত ছিলেন ‘স্বাস্থ্য সুরক্ষার গুরু’ হিসেবে। যেকোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবারসহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। একবার এই বেল দাবি করেন, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

`অ্যাপল সিডার ভিনেগার’-এর দৃশ্য। নেটফ্লিক্স.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনফ ল য় ন স র

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ