ক্যানসার নিরাময়ের ভুয়া দাবি, বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে নিয়ে সিরিজ
Published: 8th, February 2025 GMT
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কী খেলে কী হবে, কোন রোগ কিসে সারবে, এমন অনেক কিছুই বলে দেন তাঁরা। এসব ইনফ্লুয়েন্সারের অনেক অনুসারী। যাঁদের কেউ কেউ এসব কথা যাচাই-বাছাই না করেই বিশ্বাস করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিশ্বাস করলে কত বড় বিপদ হতে পারে, সে বার্তা দিতেই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘অ্যাপল সিডার ভিনেগার’। গত ৬ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই আলোচনায় ছয় পর্বের সিরিজটি।
বিতর্ক কী নিয়ে
অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকে শুনে থাকবেন। এই তরুণী আলোচনায় আসেন একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে, পরে লেখেন রান্নার বই। অনুসারীদের কাছে বেল পরিচিত ছিলেন ‘স্বাস্থ্য সুরক্ষার গুরু’ হিসেবে। যেকোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবারসহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। একবার এই বেল দাবি করেন, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইনফ ল য় ন স র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’