সোনারগাঁয়ে এক রাতে ৫ অটোরিকশা চুরির ঘটনায় গ্রেপ্তার ১
Published: 8th, February 2025 GMT
সোনারগাঁওয়ে হঠাৎ বেড়ে গেছে আটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে গত ৩১ জানুয়ারি ৫টি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্যরা।
এ ব্যাপারে গ্যারেজের মালিক মো. আলী হোসেন সোনারগাঁও থানায় একটি মামলা করতে গেলে এটি অভিযোগ আকারে গ্রহণ করা হয়। এ ঘটনার এক সপ্তাহ পর মো.
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাদ্দাম ১৭ মামলার আসামি। অটো চুরির মামলায় শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, সাদ্দামের কাছ থেকে অটোরিকশা চুরির আরো তথ্য পেয়েছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, এলাকাবাসী সিসিটিভি ফুটেজ দেখে একই এলাকার ট্রাক চালক হেলাল উদ্দিনের বখাটে ও মাদকসেবী ছেলে মো. সিফাতকে (২৪) আটক করে গত শনিবার (১ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদ করলে সে অটোরিকশা কথা চুরির কথা তাদের কাছে স্বীকার করে।
মাদকসেবী সিফাত জানায়, গত ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকার কয়েকজনসহ মোট ৭ জন অটোরিকশা ছিনতাইকারীর সহযোগিতায় ভাগলপুর গ্রামের ওই গ্যারেজটির তালা ভেঙ্গে ভিতর থেকে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে।
এর আগেও গ্রাম থেকে বিভিন্ন মানুষের পানির মোটরসহ বিভিন্ন জিনিস চুরি করে মাদকের টাকা যোগাড় করতো। এ কারণে আগে থেকেই গ্রামবাসী তার উপর ক্ষিপ্ত ছিল। গ্যারেজ ভেঙ্গে অটো চুরির ঘটনায় গ্রামবাসী উত্তেজিত হয়ে তাকে উত্তম-মধ্যম দিয়ে চুরি করা নিয়ে যাওয়া অটোরিকশাগুলো ফেরত দিতে পরামর্শ দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এবং থানা থেকে অভিযোগ তুলে নিতে বাদী মো. আলী হোসেনের বাড়ি গত ১ ফেব্রুয়ারি থেকে দেশিয় অস্ত্র নিয়ে সিফাতের চাচাতো ভাইসহ চোরের দল দফায় দফায় হামলা করে আসছে।
চোরের দল থানায় গিয়ে উল্টো অটোরিকশা ছিনতাইকারী সিফাতকে মারধরের ঘটনায় বাদী ও তার বাবাসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
এতে এক নম্বর আসামি করা কয়েছে এলাকার এক টাইলস ব্যবসায়ী মাহবুবকে। অথচ তিনি এবং তার ভাই চৌরাস্তা এলাকায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং বাদীর বাবা অটোরিকশা চুরির ঘটনার আগেই ৪০ দিনের জন্য তাবলিগ জামায়াতের চিল্লায় গেছেন উত্তরবঙ্গে।
এ ঘটনায় পুলিশের রহস্যজনক ভূমিকায় ক্ষুদ্ধ এলাকাবাসী।তারা অনতিবিলম্বে ছিনতাই চক্রের মূলহোতা মাদকসেবী সিফাতসহ আটোরিকশা চোর চক্রের সব সদস্যেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
লামিনে ‘মেসি’ ইয়ামাল
১৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো: ১৯ ম্যাচ, ৫ গোল, ৪ গোলে সহায়তা।
১৭ বছর বয়সী লিওনেল মেসি: ৯ ম্যাচ, ১ গোল, গোলে সহায়তা নেই।
১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল: ১০০ ম্যাচ, ২২ গোল, ৩৩ গোলে সহায়তা।
মেসি–রোনালদোর সঙ্গে তুলনা নয়, লামিনে ইয়ামালের শুরুটা বোঝাতে এই পরিসংখ্যান হাজির করেছে টিএনটি স্পোর্টস। ধূমকেতুর মতো শুরু হলেও ধূমকেতুর মতোই মিলিয়ে যাওয়ার পাত্র তিনি নন।
বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত রাতের ম্যাচটি স্মরণ করতে পারেন। ৬ গোলের থ্রিলার, যেখানে বার্সেলোনা–ইন্টার মিলান সেমিফাইনাল প্রথম লেগের ‘ক্লাসিক’ লড়াই ৩–৩ গোলে অমীমাংসীত। দুই দলের হয়েই ‘সুপার হিরো’ ছিলেন বেশ কজন। ইন্টারের যেমন ডেনজেল ডামফ্রিস ও মার্কাস থুরাম, বার্সার তেমনি রাফিনিয়া, ফেরান তোরেসরা। কিন্তু সবাইকে ছাপিয়ে ঠিকই রবির কিরণের মতো আলো দিয়েছেন এক কিশোর—লামিনে ইয়ামাল নাসরাউয়ি এবানা। সংক্ষেপে লামিনে ইয়ামাল।
আরও পড়ুন৬ গোলের থ্রিলারে বার্সেলোনা–ইন্টার সেয়ানে সেয়ানে টক্কর৮ ঘণ্টা আগে২৪ মিনিটে ইয়ামালের করা গোলটির প্রসঙ্গে পরে আসা যাবে। যেভাবে খেলেছেন তাতে গোলটি না করলেও লোকে কাল রাতে তাঁর পারফরম্যান্স মনে রাখতেন। পরিসংখ্যান বলছে ১০২টি টাচ, একটি গোল, ২টি গোল হওয়ার মতো পাস, ৬টি শট (পোস্টে মেরেছেন দুবার) এবং ১০টির মধ্যে ৬টি সফল ড্রিবলিং।
কিন্তু পরিসংখ্যানে এ তথ্য নেই—মাঠে ডান প্রান্তকে ইয়ামাল ফাইনালে ওঠার হাইওয়ে বানিয়ে যতবার কাট–ইন করে ইন্টারের বক্সে ঢুকেছেন, সেটা আসলে ইতালিয়ান ক্লাবটির রক্ষণের জন্য দুঃস্বপ্নের। প্রতিবারই মৌমাছির মতো ছেঁকে ধরা হয়েছে ইয়ামালকে। কিন্তু আটকানো কি সম্ভব হয়েছে? রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাসছে। সেসব আসলে ইয়ামালের পায়ের কারুকাজে ইন্টারের রক্ষণকে স্রেফ খোলামকুচির মতো উড়িয়ে দেওয়ার ভিডিও।
ইয়ামাল কত ভয়ংকর সেটা এই এক ছবিতেই পরিস্কার। সবাই ছেঁকে ধরেও তাঁকে আটকাতে পারেননি