বয়স ৬৬। মাকসুদ মাহমুদ আলী ওরফে লাকী আলী বলিউডের সুপরিচিত সংগীতশিল্পী ও অভিনেতা। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে ‘এক পল কা জিনা’ গানটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সঙ্গে ছিল হৃতিক রোশনের নাচ। তবে শুধু এই গান নয়, আরও অনেক গানেই শ্রোতাদের মাতিয়ে রেখেছেন শিল্পী। সম্প্রতি ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। একটি অনুষ্ঠানে সংগীতশিল্পীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর স্বপ্ন কী? জবাবে তিনি জানান, আবার বিয়ের বাসনা রয়েছে তাঁর। খবর পিঙ্কভিলার

ওই অনুষ্ঠানে লাকীর উত্তর অনেকেই চমকে দিয়েছে। তিনি বলেন, ‘আমার স্বপ্ন যে আমি আবার বিয়ে করব।’ আগে তিনবার বিয়ে করেছিলেন লাকী। এখন চতুর্থবার বিয়ের জন্য আগ্রহী তিনি। সাবেক স্ত্রীরা প্রত্যেকেই বিদেশিনী। ১৯৯৬ সালে অস্ট্রেলীয় মেঘন জেন ম্যাকলেরির সঙ্গে প্রথমবার ঘর বাধেন লাকী। বছর কয়েক সংসার করার পর পথ আলাদা হয় দুজনের।

এরপর ২০০০ সালে আনাহিতা নামের এক পার্সি নারীর সঙ্গে ঘর বাঁধেন। এই বিয়েও বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদ হয় জুটির।

আরও পড়ুনমা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী০৬ ফেব্রুয়ারি ২০২৫

তারপর এক মডেল, কেট এলিজাবেথ হালামের সঙ্গে সম্পর্কের সূচনা। ২০১০ সালে বিয়ে সারেন তাঁরা। কিন্তু সাত বছর যেতে না যেতেই এবারও ঘর ভাঙল দুজনের।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ