মৌসুমপূর্ব ম্যাচে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) অলিম্পিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে গোলে অ্যাসিস্টে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। আর তার দল জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। মেসি ছাড়াও গোল পেয়েছেন লুইস সুয়ারেজ।
ম্যাচের ২৭ মিনিটে মেসি প্রথম গোলটি করেন। এ সময় ডানদিক থেকে সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল জালে জড়াতে বেশি বেগ পেতে হয়নি মেসির। তার আগে অবশ্য মেসি দুটি সুযোগ মিস করেছিলেন।
৪৪ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করে ব্যবধান বাড়ান ফেদেরিকো রেদন্দো। ৪৫+২ মিনিটের মাথায় নোয়াহ অ্যালেন গোল পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হেরনরা। এই গোলেও অ্যাসিস্ট করেন মেসি।
আরো পড়ুন:
ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে
মাসচেরানোর সঙ্গে মেসিদের অনুশীলন শুরু
বিরতির পর ৫৪ মিনিটে বেঞ্জামিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন সুয়ারেজ। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। আর ৭৯ মিনিটে রায়ান সেইলরের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় মায়ামির।
এর আগে মৌসুমপূর্ব প্রথম প্রস্তুতি ম্যাচে স্পোর্টিং সান মিগুয়েলিতোর বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল মেসি-সুয়ারেজরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শেষ প্রস্তুতি ম্যাচে অর্লান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।