রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার সন্ধ্যায় ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা মামলায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই সাতজনের মধ্যে একজন হলেন মুজিবুর রহমান।

পরোয়ানা জারির তিন ঘণ্টা পরই মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মুজিবুর রহমানকে আজ বেলা সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বিকেলে মুজিবুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ প্রথম আলোকে জানান, মুজিবুর রহমানের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানায় গত ১ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন বলেও জানান সুলতান মাহমুদ। তিনি বলেন, মুজিবুর রহমান বরখাস্ত ছিলেন না। তিনি সর্বশেষ সিরাজগঞ্জের বেলকুচি থানা সার্কেলে কর্মরত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ব র রহম ন অপর ধ

এছাড়াও পড়ুন:

সৌদি আরবে নগরবাউল জেমস, আজ রাতে গানে মাতাবেন

ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে এক জায়গা করার চেষ্টা করছে সৌদি আরব। এরই আওতায় ২০১৯ সাল থেকে ‘রিয়াদ সিজন’–এর আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। গত আসরে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পীর। পুরো আয়োজনটিতে ব্যাপক সাড়া মেলে। এরই ধারাবাহিকতায় চলতি বছর থেকে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন আরেকটি আয়োজন শুরু করছে সৌদি সরকার। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে সুদান, ভারত ও ফিলিপাইন। চার দিনব্যাপী আয়োজনের তৃতীয় দিনে আজ শুক্রবার রাতে সেখানে পারফর্ম করবেন জেমস।

জেমস

সম্পর্কিত নিবন্ধ