৫০, ৪৯ ও ৪৮—লা লিগায় শীর্ষ তিনে থাকা দলগুলোর পয়েন্টের চিত্রটা এমনই। মাত্র এক পয়েন্ট ব্যবধানের এই চিত্রই বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে শিরোপার লড়াইটা এখন কতটা হাড্ডাহাড্ডি। যার অর্থ লিগের শেষ ১৫ ম্যাচে হাওয়া ঘুরে যেতে পারে যে কোনো দিকে। সিরি ‘আ’তে আগের কয়েকটি রাউন্ডে ইন্টার মিলান নিশ্বাস ফেলছিল নাপোলির ঘাড়ে। কিন্তু এই সপ্তাহে কিছুটা এগিয়ে গেছে শীর্ষে থাকা নেপলসের ক্লাবটি

আর বুন্দেসলিগায় সেই চেনা চিত্র। দাপটের সঙ্গে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত সপ্তাহে বড় দলগুলোর মধ্যে চেলসি ছাড়া আর কোনো দলের খেলা ছিল না। কিন্তু অন্য প্রতিযোগিতাগুলোয় দারুণ ছন্দে থাকা লিভারপুলের জন্য সপ্তাহটা ছিল অম্ল-মধুর। একদিকে টটেনহামকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে তারা। অন্য দিকে অখ্যাত প্লিমাউথের কাছে হেরে চতুর্থ রাউন্ডেই থেমে গেছে এফএ কাপের দৌড়।

লা লিগায় রিয়াল-আতলেতিকোর আরও কাছে বার্সা

আগের ম্যাচে মাদ্রিদ ডার্বিতে রিয়াল-আতলেতিকো ড্র করায় বার্সার সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে নেওয়ার। গতকাল রাতে সেভিয়াকে ৪-১ হারিয়ে সেই কাজটা ভালোভাবেই সেরেছে তারা। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর মনে হচ্ছিল পয়েন্ট ব্যবধানটা হয়তো আগের মতোই থেকে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচের ফল পাল্টে দেয় বার্সা।

আরও পড়ুনমাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি, লাভ বার্সেলোনার০৯ ফেব্রুয়ারি ২০২৫

সেটাও ১০ জনের দল নিয়ে, ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ফারমিন লোপেজকে। গতকাল রাতে সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়ে বার্সার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮। অন্য দিকে আগের ম্যাচে ড্র করা রিয়ালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০ এবং আতলেতিকোর ২৩ ম্যাচে ৪৯। এখন শীর্ষ তিন দলের পয়েন্টের পার্থক্য ১ করে। অর্থাৎ সামনের ম্যাচগুলোয় যেকোনো একটি ম্যাচের ফল এদিক সেদিক হলে পয়েন্ট তালিকায় বড় ধরনের অদল-বদল ঘটতে পারে।  

নাপোলির হাতেই লাগাম

গত রাউন্ডেও ২ ম্যাচ হাতে রেখে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে ছিল ইন্টার মিলান। সুযোগ ছিল নিজেদের হাতে থাকা দুই ম্যাচ জিতে শীর্ষে ওঠে আসারও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। এই সপ্তাহে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরে গিয়ে লাগামটা তুলে দিয়েছে নাপোলির হাতে। যারা নিজেদের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে উদিনেসের সঙ্গে।

আরও পড়ুনএফএ কাপে ভূমিকম্প, লিভারপুলকে বিদায় করল পুঁচকে প্লিমাউথ১০ ঘণ্টা আগে

আজ রাতে নিজেদের হাতে থাকা বাড়তি ম্যাচটি খেলতে মাঠে নামবে ইন্টার। এই ম্যাচেও প্রতিপক্ষ সেই ফিওরেন্তিনা। তবে এই ম্যাচ জিতলেও নাপোলিকে ছোঁয়ার সুযোগ নেই। এক পয়েন্টের ব্যবধানে পেছনেই থাকতে হবে তাদের। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ২৪ ম্যাচে ৫৫, আর ইন্টারের পয়েন্ট ২৩ ম্যাচে ৫১।  

বায়ার্নকে আরও এগিয়ে দিল লেভারকুসেন

বুন্দেসলিগায় ধীরে ধীরে অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। এ জন্য অবশ্য দলগুলোর কাছ থেকে ‘ভালো সহায়তা’ও পাচ্ছে তারা। সর্বশেষ ম্যাচে উলফসবার্গের সঙ্গে গোল শূন্য ড্র করেছে দুই নম্বরে থাকা বায়ার লেভারকুসেন।

অন্য দিকে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন পেয়েছে ৩-০ গোলের জয়। ২১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫৪। ৮ পয়েন্টে পিছিয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জাবি আলোনসোর লেভারকুসেন। এই তালিকায় তিনে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট অবশ্য বেশ পিছিয়ে আছে। তাদের পয়েন্ট ২১ ম্যাচে ৩৯।

প্রিমিয়ার লিগের শীর্ষে চারে চেলসি

এই সপ্তাহে প্রিমিয়ার লিগে শীর্ষ দলগুলোর মধ্যে মাঠে নেমেছিল শুধু চেলসি। ওয়েস্ট হামের বিপক্ষে ২–১ গোলের জয়ে শীর্ষে চারে জায়গাও করে নিয়েছে তারা। চেলসি চারে আসায় পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। এ ছাড়া শীর্ষ তিনে পয়েন্ট তালিকার অবস্থান অপরিবর্তিতই। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ২৪ ম্যাচে দু্ই নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে আছে নটিংহাম ফরেস্ট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দলগ ল র ব যবধ ন ড র কর ইন ট র

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১২ দাবি

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

স্মারকলিপিতে ছাত্রদল অভিযোগ করেছে, জকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন গোষ্ঠী সংবিধি ও আচরণবিধি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা বিশ্বাস করে, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।

স্মারকলিপিতে উল্লেখিত ছাত্রদলের ১২ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে; নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে; স্বচ্ছ গ্লাসের ব্যালট বাক্স ব্যবহার করতে হবে এবং প্রতিটি বাক্সে আলাদা নম্বর থাকতে হবে; ব্যালট ছাপানোর সংখ্যা, কাস্টিং ভোটার ও নষ্ট ব্যালটের সংখ্যা প্রকাশ করতে হবে; কোনো মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে (ভুল তথ্য প্রচার হলে) সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে সরকার অনুমোদিত সব মিডিয়াকে অবাধ স্বাধীনতা দিতে হবে; পোলিং এজেন্টরা নিজ কেন্দ্রেই অবস্থান করবেন, তবে অন্য কেন্দ্রে প্রবেশ বা অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।

বাকি দাবিগুলো হলো- ডাকসু, চাকসু, রাকসু ও জাকসুর নির্বাচনের সময়সূচি বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধা অনুযায়ী যথাযথ সময় রেখে জকসু নির্বাচন নির্ধারণ করতে হবে; আস সুন্নাহ ফাউন্ডেশন হলে নির্বাচনী প্রচারণার আচরণবিধি স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, পাশাপাশি ফাউন্ডেশনের চুক্তি ও অবস্থান বিষয়ে বিস্তারিত জানাতে হবে; অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এমফিল শিক্ষার্থীদেরও জকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং বিধিমালা থেকে তাদের বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে।

এছাড়া জকসুর আচরণবিধির ৬ নম্বর ধারার আলোকে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের জন্য বিশেষ কার্ড দিতে হবে, যা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কার্যকর হবে; রাজনৈতিক সংগঠনগুলোর কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচনী প্রচার ও অংশগ্রহণের সুযোগ দিতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি চলমান রাখার সুযোগ দেওয়ার দাবি করেন।

নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে আরো বলা হয়েছে, যেন একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয়, যেখানে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত হয়। অন্যথায়, কমিশন কোনো গোষ্ঠীর প্রভাব বা চাপের মুখে পড়ছে বলে শিক্ষার্থীদের মনে হতে পারে।

ছাত্রদলের নেতারা জানান, তারা সন্তোষজনকভাবে নির্বাচন কমিশনের কাছে দাবি উপস্থাপন করেছে এবং কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর তাদের আস্থা রয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ